মেয়ের বিয়ের শোভাযাত্রা বাড়ি থেকে বেরলেই শোভাযাত্রার সামনে লাশের লাইন ফেলে দেওয়ার হুমকি এসেছে মেয়ের বাবার কাছে। এর পর থেকেই চিন্তায় ঘুম উড়েছে তাঁর। মেয়ের বিয়ে নিয়ে হুমকির জেরে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। দায়ের করেছেন অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে পুলিশ।

 ‘বিয়ের শোভাযাত্রা বেরলেই লাশ পড়বে’, মেয়ের বিয়ের ঠিক করতেই হুমকি এল বাবার কাছে!
প্রতীকী ছবি


বরেলি: মেয়ের বিয়ের ঠিক করেছেন বাবা। সামনের মাসেই মেয়ের বিয়ে। কিন্তু এর মধ্যই এসেছে হুমকি। মেয়ের বিয়ের শোভাযাত্রা বাড়ি থেকে বেরলেই শোভাযাত্রার সামনে লাশের লাইন ফেলে দেওয়ার হুমকি এসেছে মেয়ের বাবার কাছে। এর পর থেকেই চিন্তায় ঘুম উড়েছে তাঁর। মেয়ের বিয়ে নিয়ে হুমকির জেরে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। দায়ের করেছেন অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে পুলিশ। অভিযুক্তের খোঁজ চালাচ্ছে বলে জানিয়েছে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বরেলিতে।
বরেলির সিবিগঞ্জে বাড়ি ওই ব্যক্তির। পরের মাসেই তাঁর মেয়ের বিয়ে। বিয়ের সমস্ত প্রস্তুতি সারা হলেও চিন্তা বাড়িয়েছে এক যুবকের হুমকি। ওই ব্যক্তি জানিয়েছেন, রাহিজ আহমেদ নামের এক যুবক তাঁর মেয়েকে প্রায়শই উত্ত্যক্ত করতেন। ওই যুবকই বিয়ে ঠিক হওয়ার পর হুমকি দিয়েছেন বলে অভিযোগ। বিয়ের শোভাযাত্রা বাড়ির বাইরে বেরলেই রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকি ওই যুবক দিয়েছেন বলে অভিযোগ। শোভাযাত্রায় অংশ নিলে লাশ ফেলে দেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ।

এই ঘটনার পরই মেয়ের বিয়ের নিরাপত্তার দাবি পুলিশের কাছে জানিয়েছেন ওই ব্যক্তি। পুলিশও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বর্তমানে তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারী অফিসার। বিয়ের অনুষ্ঠানে কোনও অপ্রীতিকর ঘটনা বরদাস্ত করা হবে না বলেও জানিয়েছেন এক পুলিশ অফিসার।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours