খড় বোঝাই লরির গাড়িতে হঠাৎই আগুন কুলপি এলাকায়
কুলপি থানার অন্তর্গত বাবুর মহল অঞ্চলের টেপাখালি মোড়ের কাছে একটি খড় বোঝাই লরি গাড়িতে ইলেকট্রিক এর শর্ট সার্কিটের কারণে হঠাৎই আগুন ধরে যায়। ঘটনাটি ঘটেছে ১৪ই ডিসেম্বর আনুমানিক রাত্রি ৯টা বেজে ১০ মিনিটে টেপাখালি মোড়ের কাছে।
জুমই নস্কর থাকে নিশ্চিন্তপুর বাজারের দিকে যাবার সময় রাস্তায় উপরে থাকা লাইনের তার গাড়ির ওপরে রাখা খড়ের গাদায় আটকে যায় পরবর্তী সময়ে ইলেকট্রিক তারের সট সার্কিটের প্রভাবে খড়ের গাড়িটিতে আগুন ধরে যায়।
তৎক্ষণাৎ গাড়ির ড্রাইভার কিছুটা সামলে বাবুরমহল শ্মশান কালী মন্দিরের কাছে ফাঁকা জায়গায় গাড়িটিকে দাঁড় করিয়ে গাড়ির ড্রাইভার নিজে বাঁচার জন্য গাড়ি থেকে বাইরে বেরিয়ে যায়। গাড়িটি আগুনে পুড়ে ধুলিস্যাৎ হয়ে গিয়েছে। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য কর পরিস্তিতি তৈরি হয়েছে।
স্টাফ রিপোর্টার সৌরভ মণ্ডল
Post A Comment:
0 comments so far,add yours