গঙ্গাসাগরের বাবা কপিলমুনির মন্দিরের সামনে প্লাস্টিক হাটাও পরিবেশ বাঁচাও কর্মসূচির শুভ সূচনা করলেন গঙ্গাসাগরের বাবা কপিলমুনি মন্দিরের পুরোহিত সঞ্জয় দাস জি মহারাজ
২০২৪ এর জানুয়ারি মাসে রয়েছে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মেলা গঙ্গাসাগর মেলা তাই ২০২৪ এর গঙ্গাসাগর মেলাকে প্লাস্টিক মুক্ত গঙ্গাসাগর মেলা করার লক্ষ্যে ২৮শে ডিসেম্বর বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দপ্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে গঙ্গাসাগরে বাবা কপিলমুনির মন্দিরের সামনে প্লাস্টিক হাটাও পরিবেশ বাঁচাও কর্মসূচির শুভ সূচনা করলেন গঙ্গাসাগরের বাবা কপিলমুনি মন্দিরের পুরোহিত সঞ্জয় দাস জি মহারাজ
এদিন গঙ্গাসাগরের বাবা কপিলমুনি মন্দিরের পুরোহিত সঞ্জয় দাস জি মহারাজের সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন উন্নয়ন বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, সাগরের বিডিও কানাইয়া কুমার রয়,জেলা পরিষদের সহ সভাধিপতি তথা GBDA চেয়ারম্যান জেলা সীমন্ত কুমার মালি,GBDA এর EO নীলাঞ্জন তরফদার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা,সাগর সমিতির সভাপতি সাবিনা বিবি সহ অন্যান্যরা
সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডট কমের ক্যামেরার মাধ্যমে
এদিন ওই বিষয়ে গঙ্গাসাগরের বাবা কপিলমুনি মন্দিরের মহারাজ আমাদের কাকদ্বীপ ডট কমের ক্যামেরার সামনে কি বললেন শুনুন
স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Post A Comment:
0 comments so far,add yours