খনও দল বদল, কখনও বা অধিনায়ক বদল, সবমিলিয়ে জমে উঠেছে আইপিএলের অন্দর। সব ঠিক থাকলে নতুন বছরের শুরুর দিকেই শুরু হবে আইপিএল। আর রাত পোহালেই আইপিএলের ১৭তম সংস্করণের মিনি নিলাম (IPL 2024 Auction)। 

দুবাইয়ের নিলাম ঘরে ৩৩৩ জন তারকার ভাগ্য নির্ধারণ হবে। নিলামে কার কত দর ওঠে, তা দেখার আশায় মুখিয়ে রয়েছে ক্রিকেটমহল। কোথায় বসবে নিলামের আসর? কোথায় দেখা যাবে নিলামের সরাসরি সম্প্রচার?

দুবাই: আইপিএল (IPL) মানেই বাড়তি উন্মাদনা। আইপিএল মানেই উৎসব। ক্রিকেটের এই কোটিপতি লিগ নিয়ে মাতামাতির শেষ নেই ভক্তদের। এখনও ঘোষণা হয়নি আইপিএলের (IPL 2024) সময়সূচি। কিন্তু তাতে কী? বিশ্বকাপ শেষ হতেই ক্রিকেটের মেগা ইভেন্ট নিয়ে উত্তেজনার ছবি ধরা পড়ছে দেশজুড়ে। কখনও দল বদল, কখনও বা অধিনায়ক বদল, সবমিলিয়ে জমে উঠেছে আইপিএলের অন্দর। সব ঠিক থাকলে নতুন বছরের শুরুর দিকেই শুরু হবে আইপিএল। আর রাত পোহালেই আইপিএলের ১৭তম সংস্করণের মিনি নিলাম (IPL 2024 Auction)। দুবাইয়ের নিলাম ঘরে ৩৩৩ জন তারকার ভাগ্য নির্ধারণ হবে। নিলামে কার কত দর ওঠে, তা দেখার আশায় মুখিয়ে রয়েছে ক্রিকেটমহল। কোথায় বসবে নিলামের আসর? কোথায় দেখা যাবে নিলামের সরাসরি সম্প্রচার? 
আইপিএল ২০২৪ এর নিলাম কবে?

চব্বিশের আইপিএলের নিলাম হবে ১৯ শে ডিসেম্বর, মঙ্গলবার।

আইপিএল ২০২৪ এর নিলাম কোথায় হবে?

আইপিএলের ১৭ তম সংস্করণের নিলাম হবে দুবাইয়ের কোকা কোলা এরিনায়।

আইপিএল ২০২৪ এর নিলাম কখন শুরু হবে?

আইপিএলের মিনি নিলাম ভারতীয় সময়ে শুরু হবে দুপুর ১.০০ টায়।

কোথায় দেখা যাবে আইপিএল ২০২৪ এর নিলাম?

আইপিএলের মিনি নিলামের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়া নিলামের লাইভ সম্প্রচার দেখতে পাবেন জিও সিনেমাতে। পাশাপাশি আইপিএলের নিলামের প্রত্যেক মুহূর্তের আপডেট পাবেন এর সাইটে।

নিলামে কতজনের ভাগ্য নির্ধারণ হবে?

দুবাইয়ের নিলাম ঘরে কাল ৩৩৩ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ হবে। ৩৩৩ জনের মধ্যে ২১৪ জন ভারতীয়, বাকি ১১৯ জন বিদেশি। মোট ৭৭ টি আসন ফাঁকা রয়েছে। যার মধ্যে ৩০ টি আসন বিদেশি ক্রিকেটারদের জন্য বরাদ্দ।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours