গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এক নাবালক। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিন বিকেলে দক্ষিণ ২৪ পরগনা জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার মৌশুনীর বালিয়াড়াতে।
মৃত নাবালকের নাম বকুল মিদ্যা। বয়স ১২। স্থানীয় সূত্রে জানা যায় ঘটনার দিন বকুল ও তার ঠাকুমা বাড়িতে ছিল। বকুলের মা বিথীকা মিদ্দা মামার বাড়িতে ছিল ও বকুলের বাবা ভিন রাজ্যে কর্মরত। স্থানীয় সূত্রে আরো জানা যায় বকুলের মামার বাড়িতে অনুষ্ঠান ছিল। বকুলের মা বকুলের মামার বাড়িতে চলে গিয়েছিল। বকুল তার মামার বাড়িতে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিল কিন্তু তাকে যেতে বারণ করা হয়। তারই অবসাদে আত্মহত্যা বলে অনুমান স্থানীয়দের।
ঘটনার দিন বকুল খেয়ে দেয়ে ঘুমোতে যায়। বিকেল বেলায় তার ঠাকুমা ঘটনাটি দেখতে পায়। তৎক্ষণাৎ তিনি প্রতিবেশীদের খবর দেয়।খবর দেওয়া হয় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায়। ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। তবে ঠিক কি কারণেই আত্মহত্যা তার তদন্ত শুরু করেছে পুলিশ।
Post A Comment:
0 comments so far,add yours