টিভি ৯ বাংলার ক্যামেরায় ওই ব্যক্তি নিজেই জানান তাঁর নাম ওমপ্রকাশ মিশ্র। তাঁর বয়স ৫৮। এর আগেও তিনি পরীক্ষা দিয়েছেন। তবে নিয়োগ পাননি। সংবাদ মাধ্যমের সামনে ওমপ্রকাশবাবু জানিয়েছেন, "আমি আগেও পরীক্ষা দিয়েছি। ২০১৪ সালে পাশ করতে পারিনি। এবার এসেছি পরীক্ষা দিতে।"
৫৮ বছর বয়সে টেট দিতে এলেন ওমপ্রকাশ মিশ্র
ওমপ্রকাশ মিশ্র, পরীক্ষার্থী
কলকাতা: টেট পরীক্ষার জন্য তখন কমবেশি তরুণ-তরুণীদের ভিড়। অন্যান্য পরীক্ষার্থীদের মতো টাকি বয়েজ স্কুলেও সিট পড়েছে পরীক্ষার্থীদের। সময় পেরিয়ে যাওয়ার পরও প্রচুর পরীক্ষার্থী বাইরে ভিড় জমিয়েছিলেন। তাঁরা ঢোকার চেষ্টা করছিলেন কেন্দ্রে।
সেই সময় দেখা গেল এক প্রৌঢ়ও ভিতরে ঢোকার চেষ্টা করছেন। প্রথমে যদিও সকলে ভেবেছিলেন ওই ব্যক্তি কোনও পরীক্ষার্থীর অভিভাবক। পরে যখন খোলসা হল তখনই তৈরি হল জলঘোলা। জানা গিয়েছে, তিনি কারোর অভিভাবক নন, খোদ পরীক্ষার্থী। ৫৮ বছর বয়সে টেট পরীক্ষা দিতে এসেছেন তিনি।
প্রৌঢ়ের পরিচয় কী?
টিভি ৯ বাংলার ক্যামেরায় ওই ব্যক্তি নিজেই জানান তাঁর নাম ওমপ্রকাশ মিশ্র। তাঁর বয়স ৫৮। এর আগেও তিনি পরীক্ষা দিয়েছেন। তবে নিয়োগ পাননি। সংবাদ মাধ্যমের সামনে ওমপ্রকাশবাবু জানিয়েছেন, “আমি আগেও পরীক্ষা দিয়েছি। ২০১৪ সালে পাশ করতে পারিনি। এবার এসেছি পরীক্ষা দিতে।”
Post A Comment:
0 comments so far,add yours