সুন্দরবন দিবসেই নির্বিচারে কাটা হচ্ছে সুন্দরবনের গাছ
বকখালির অন্যতম আকর্ষণ দিগন্ত বিস্তৃত বালিরাশির মধ্যে ঝাউবন। বকখালি সমুদ্র সৈকতের বেশিরভাগ অংশ জুড়েই আছে এই ঝাউবন। প্রাকৃতিক বিপর্যয় আম্ফান ইয়াসের জেরে বারে বারে ক্ষতিগ্রস্থ হয়েছে এই ঝাউবন।
এর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের কিছুজন যারা এই দিনে দুপুরে এই ঝাউগাছ কেটে নিয়ে চলে যাচ্ছে। এবার সেই ঝাউগাছ কাটার ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। দেখুন বড় বড় ঝাউগাছ কিভাবে দলবেঁধে নির্বিচারে কেটে নিয়ে যাচ্ছে। ক্যামেরা দেখে দৌড় দিচ্ছে কিছুজন, আবার কেউ কেউ তেড়ে আসছে ক্যামেরা দেখে। ছবি তোলায় হেনস্থার মুখেও পড়তে হচ্ছে স্থানীয় রিপোর্টার বন্ধুদের।
স্থানীয় ব্যবসায়ী থেকে বাসিন্দাদের অভিযোগ, ঝাউবন ধ্বংস নির্বিচারে চলছে। বনকর্মীদের নজরদারির অভাবে এই কাজ চলছে। এরফলে পরিবেশ ধ্বংস হচ্ছে। বকখালিও ধীরে ধীরে সৌন্দর্য হারাচ্ছে।
স্টাফ রিপোর্টার মুন্না সরকার
Post A Comment:
0 comments so far,add yours