উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্য়মন্ত্রী বলেন, "কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন কেন জাতিভিত্তিক জনসুমারি করেনি? ওই সময়ে প্রয়োজন ছিল এক্স-রে। 

এখন আমাদের কাছে এমআরআই, সিটি স্ক্যান রয়েছে। যদি এই সমস্যার সমাধান আগেই করা হত, তবে সমাজে এই বিভাজনই থাকত না।"

চওড়া 'ইন্ডিয়া'র ফাটল, জাতিভিত্তিক জনসুমারি নিয়ে রাহুল-অখিলেশের X-Ray-MRI তরজা
ইন্ডিয়া জোটে ফাটল?

নয়া দিল্লি: লোকসভা নির্বাচনে বিজেপিকে কেন্দ্র থেকে গদিচ্যুত করতে একজোট হয়েছে বিরোধী দলগুলি। তৈরি হয়েছে ইন্ডিয়া জোট। কিন্তু যত নির্বাচন এগিয়ে আসছে, ততই চওড়া হচ্ছে ইন্ডিয়া জোটের (INDIA Alliance) ফাটল। সম্প্রতিই কংগ্রেসকে বিঁধেছিল সমাজবাদী পার্টি। এবার জাতিভিত্তিক জনসুমারি নিয়েও ফের একবার সমাজবাদী পার্টির (Samajwadi Party) নিশানায় কংগ্রেস (Congress)। সোমবারই সপা প্রধান অখিলেশ যাদব (Akhliesh Yadav) প্রশ্ন করেন যে পূর্ববর্তী ক্ষমতায় থাকা কংগ্রেস শাসিত সরকার কেন জাতিভিত্তিক জনসুমারি করায়নি?


রবিবার নির্বাচনী প্রচারে বেরিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী জাতিভিত্তিক জনসুমারির পক্ষে সওয়াল করে বলেছিলেন, “এটা হল এক্স-রে, যা দেশের বিভিন্ন জাতি-সম্প্রদায় সম্পর্কে স্পষ্ট ধারণা দেবে”। সোমবার রাহুলের এই মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেন, “কংগ্রেস জাতিভিত্তিক জনসুমারির দাবি করছে, এটা তো মিরাকেল।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours