গত সোমবার মহম্মদ রাজ নামে এক যুবক ট্যাংরা থেকে লক্ষ্মীকান্তপুর যাচ্ছিলেন। চড়েছিলেন ট্রেনে। যাত্রাপথেই আচমকা ট্রেন থেকে পড়ে যান তিনি। গুরুতর চোট পান দু’টি পায়ে। তাঁর সঙ্গে থাকা সহকর্মীই তাঁকে উদ্ধার করে দ্রুত এনআরএস-এ নিয়ে আসেন।

কী ভাবে কাটা পা গেল রোগীর পরিজনের হাতে? NRS-র জবাব তলব স্বাস্থ্যভবনের
আহত মহম্মদ রাজ

কলকাতা: এন‌আর‌এসকাণ্ডে পদক্ষেপ স্বাস্থ্যভবনের। কী ভাবে কাটা পা গেল রোগীর পরিজনের হাতে? সূত্রের খবর, ইতিমধ্যেই এ বিষয়ে এন‌আর‌এস কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব করেছে স্বাস্থ্যভবন। নিয়ম মোতাবেক দুর্ঘটনায় বাদ যাওয়া অঙ্গের ডেথ সার্টিফিকেট ইস্যু হয়। কিন্তু, ডিসি মর্গে যাওয়ার আগেই কাটা পা পরিজনের হাতে দেওয়া হয়েছে। তাতেই তৈরি হয়েছে চাঞ্চল্য। প্রশ্নের মুখে পড়েছে এনআরএস কর্তৃপক্ষের ভূমিকা। ভুল বোঝাবুঝির জেরে এই ঘটনা ঘটেছে বলে টিভি নাইনকে জানালেন অধ্যক্ষ পীতবরণ চক্রবর্তী। 


সূত্রের খবর, গত সোমবার মহম্মদ রাজ নামে এক যুবক ট্যাংরা থেকে লক্ষ্মীকান্তপুর যাচ্ছিলেন। চড়েছিলেন ট্রেনে। যাত্রাপথেই আচমকা ট্রেন থেকে পড়ে যান তিনি। গুরুতর চোট পান দু’টি পায়ে। তাঁর সঙ্গে থাকা সহকর্মীই তাঁকে উদ্ধার করে দ্রুত এনআরএস-এ নিয়ে আসেন। চিকিৎসাও শুরু হয়। কিন্তু, শেষ পর্যন্ত তাঁর পা দু’টি কেটে বাদ দিতে বাধ্য হন ডাক্তারেরা। এদিকে ততক্ষণে খবর চলে গিয়েছে তাঁর বাড়িতে। 


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours