২০২৪ গঙ্গাসাগর মেলা নিয়ে সোমবার দুপুর ১টা ৪ মিনিট গঙ্গাসাগরের DM মেলা অফিসে বৈঠক করলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার শাসক সুমিত গুপ্তা
সামনেই রয়েছে ২০২৪ গঙ্গাসাগর মেলা। বিগত বছরগুলির মতো ২০২৪-এর গঙ্গাসাগর মেলাকে সুরক্ষিত করে তুলতে তৎপর দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। তাই ৬ই নভেম্বর সোমবার দুপুরে ২০২৪ গঙ্গাসাগর মেলা নিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে গঙ্গাসাগরের DM মেলা অফিসে বিশেষ বৈঠক করলেন দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক সুমিত গুপ্তা।
গত গঙ্গাসাগরমেলায় কুয়াশার জেরে দিকভ্রষ্ট হয়ে গিয়েছিল পুণ্যার্থীদের ভেসেল। ২০ থেকে ২২ ঘন্টা পর খোঁজ মিলেছিল পুণ্যার্থীদের ভেসেলের। গতবছরের ঘটনার জেরে এবারের ২০২৪ সালের গঙ্গাসাগরমেলায় মুড়িগঙ্গা নদীতে অ্যান্টি ফক লাইটের সংখ্যা বাড়ানো হচ্ছে। এই লাইটগুলি জেটি ও নদীর মাঝের টাওয়ারে লাগানো থাকবে। এই লাইটের দৃশ্যমানতাও বেশী। এছাড়া ভেসেল চালকদের প্রশিক্ষণ দেওয়া হবে, ৬ই নভেম্বর সোমবার দুপুরে গঙ্গাসাগর মেলা অফিসে গঙ্গাসাগরমেলা-২০২৪ এর প্রথম প্রস্তুুতি বৈঠক থেকে বিস্তারিত আলোচনা হয় সব বিভাগকে নিয়ে। জেলাশাসক সুমিত গুপ্তা, অতিরিক্ত জেলাশাসক সহ মেলায় পরিকাঠামোর সঙ্গে যুক্ত সব দপ্তরের আধিকারিকারিকরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। জেলাশাসক সুমিত গুপ্তা এদিন মুড়িগঙ্গা নদীর ড্রেজিংয়ের কাজ ঘুরে দেখার পাশাপাশি মেলা মাঠের ভাঙন এলাকা ঘুরে দেখেন। এবারের গঙ্গামেলায় ২ ও ৩ নম্বর ঘাটে স্নানে নিষেধাজ্ঞা থাকবে। তারজন্য নতুন স্নানঘাট তৈরী করা হবে এক নম্বর স্নানেরঘাটের পাশে। এছাড়া এবার কলকাতার বাবুঘাট থেকে গঙ্গাসাগরমেলা পর্যন্ত বাসের সংখ্যা বাড়ানো হবে। কলকাতা থেকে কাকদ্বীপ পর্যন্ত বাফার জোনের সংখ্যা বাড়ানো হবে। সুষ্ঠুভাবে মেলা পরিচালনার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিকাঠামো বৃদ্ধি করতে একাধিক ব্যবস্থা নেওয়া হবে এবার। এছাড়া মুড়িগঙ্গা নদীর ড্রেজিং শুরু হওয়ায় মেলার সময় ১৮ থেকে ২০ ঘন্টা মুড়িগঙ্গা নদীতে যাত্রী পারাপার করানো যাবে বলে মত জেলাশাসকের,
ষ্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Post A Comment:
0 comments so far,add yours