শ্রেয়স লাকি চার্ম… IPL শুরুর আগে PBKS ক্যাপ্টেনকে কে দিলেন দরাজ সার্টিফিকেট?
রোহিতকেই দায়িত্ব নিতে হবে… হঠাৎ এ কথা কেন বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়?
ভেঙ্কটেশের জায়গা নয় নিরাপদ, ক্যাপ্টেন রাহানের জমানায় KKR-এ বড় বদল!
লুকিয়ে লুকিয়ে সীমান্তে চলছিল ‘খেলা’, দেখা মাত্রই বাধা BSF-র! শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হল বাংলাদেশি সেনা
দেশের প্রতিটি জওয়ানের মাথার উপরে উড়বে ড্রোন, যুদ্ধ জয়ে নয়া কৌশল ভারতের
রাজারহাটের বাড়ি থেকে বেরনোর সময়ে দেবরাজ বলেন, " সিবিআই আধিকারিকরা এসেছিলেন। তাঁরা একটি তদন্তের স্বার্থে আসেন। কোর্টের অর্ডারে এই রেইড হয়েছে। আমার আরেকটা রেসিডেন্স রয়েছে। সেখানে আমি যাচ্ছি।"
বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠলেন অদিতি মুন্সীর স্বামী, সঙ্গে CBI! দেবরাজ যাওয়ার আগে বললেন...
গাড়িতে দেবরাজ চক্রবর্তী
কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় সকাল থেকেই বিধাননগর পুরনিগমের কাউন্সিলর ও মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর রাজারহাট রোডের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। তল্লাশির মাঝেই বেলা ১টা নাগাদ বাড়ি থেকে বেরোতে দেখা যায় দেবরাজকে। সঙ্গেই ছিলেন সিবিআই-এর আধিকারিকরা। গাড়িতে তোলা হয় দেবরাজকে। তাঁর আরও একটি বাড়ি রয়েছে, সেখানেই নিয়ে যাওয়া হচ্ছে বলে নিজেই জানান দেবরাজ। রাজারহাটের বাড়ি থেকে বেরনোর সময়ে দেবরাজ বলেন, ” সিবিআই আধিকারিকরা এসেছিলেন। তাঁরা একটি তদন্তের স্বার্থে আসেন। কোর্টের অর্ডারে এই রেইড হয়েছে। আমার আরেকটা রেসিডেন্স রয়েছে। সেখানে আমি যাচ্ছি।”
Post A Comment:
0 comments so far,add yours