রাজারহাটের বাড়ি থেকে বেরনোর সময়ে দেবরাজ বলেন, " সিবিআই আধিকারিকরা এসেছিলেন। তাঁরা একটি তদন্তের স্বার্থে আসেন। কোর্টের অর্ডারে এই রেইড হয়েছে। আমার আরেকটা রেসিডেন্স রয়েছে। সেখানে আমি যাচ্ছি।"
বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠলেন অদিতি মুন্সীর স্বামী, সঙ্গে CBI! দেবরাজ যাওয়ার আগে বললেন...
গাড়িতে দেবরাজ চক্রবর্তী
কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় সকাল থেকেই বিধাননগর পুরনিগমের কাউন্সিলর ও মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর রাজারহাট রোডের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। তল্লাশির মাঝেই বেলা ১টা নাগাদ বাড়ি থেকে বেরোতে দেখা যায় দেবরাজকে। সঙ্গেই ছিলেন সিবিআই-এর আধিকারিকরা। গাড়িতে তোলা হয় দেবরাজকে। তাঁর আরও একটি বাড়ি রয়েছে, সেখানেই নিয়ে যাওয়া হচ্ছে বলে নিজেই জানান দেবরাজ। রাজারহাটের বাড়ি থেকে বেরনোর সময়ে দেবরাজ বলেন, ” সিবিআই আধিকারিকরা এসেছিলেন। তাঁরা একটি তদন্তের স্বার্থে আসেন। কোর্টের অর্ডারে এই রেইড হয়েছে। আমার আরেকটা রেসিডেন্স রয়েছে। সেখানে আমি যাচ্ছি।”
Post A Comment:
0 comments so far,add yours