এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছেন ২১ জন। বাজেয়াপ্ত হয়েছে ১২৭টি টিকিট। এই পরিস্থিতিতে রাজ্যপালের এই সিদ্ধান্তে জল্পনা তুঙ্গে।

CAB-কে ইডেনের টিকিট ফেরত পাঠালেন রাজ্যপাল, কালোবাজারির জের?
টিকিট ফেরালেন রাজ্যপাল

কলকাতা: বিশ্বকাপ ফিভারের মধ্যেই শহরজুড়ে ক্রিকেটের টিকিট বিক্রির কালোবাজারি চরমে। এই পরিস্থিতিতে সিএবি-র পাঠানো টিকিট এবার ফেরত পাঠালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন সূত্রে খবর, রাজ্যপাল বোসকে খেলা দেখার জন্য চারটি টিকিট পাঠিয়েছিল সিএবি। তবে কালোবাজারির কথা জানার পর বোস নিজেই সেই টিকিটগুলি ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।


রবিবার ম্যচ রয়েছে ইডেনে। খেলা দেখার জন্য রীতিমতো টিকিটের হাহাকার পড়ে গিয়েছে। অভিযোগ উঠছে সোশ্যাল মিডিয়ায় খুলে আম কালোবাজারির। এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছেন ২১ জন। বাজেয়াপ্ত হয়েছে ১২৭টি টিকিট। এই পরিস্থিতিতে রাজ্যপালের এই সিদ্ধান্তে জল্পনা তুঙ্গে।


যদিও, কালোবাজারির এই অভিযোগের মধ্যেই আবার ক্রিকেটপ্রেমীদের জন্য বড় উদ্যোগ নিয়েছে রাজভবন। রাজভবনের লনে স্ক্রিনের মাধ্যমে ৫০০ জনের জন্য ম্যাচ দেখার ব্যবস্থা করছে তারা। খোলা হচ্ছে ‘জনতা স্টেডিয়াম’। দুপুর ১২ টা থেকে ২টো পর্যন্ত সাধারণ মানুষের জন্য রাজভবনের গেট খোলা থাকবে। যিনি আগে আসবেন তিনি এই সুযোগ পাবেন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours