প্রসঙ্গত, কয়েকদিন আগেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় নেতা কর্মীদের নিয়ে সমাবেশ করতে দেখা যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেদিনও শুরু থেকেই বিজেপির বিরুদ্ধে অল আউট অ্য়াটাকে নামতে দেখা যায় মমতাকে। সাফ বলেন, “বদলা নিতে হবে। বদলা মানে রাজনৈতিক বদলা।”

Amit Shah: মমতার পর কলকাতায় এসে বদলার কথা অমিত শাহের মুখে, কিন্তু কিসের?
মমতাকে আক্রমণ শাহের

কলকাতা: কাঁকুড়গাছির নিহত বিজেপি নেতা অভিজিৎ সরকারের পরিবারের সদস্যরা এখনও চক্কর কাটছেন আদালতের দুয়ারে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন কাঁকুড়গাছির বাড়িতেই খুন হন অভিজিৎ। শুধু অভিজিৎ নন, পদ্ম শিবিরের অভিযোগ, ভোটের হিংসায় তৃণমূলের হাতে বলি হয়েছেন এরকমই শত শত অভিজিৎ। পঞ্চায়েত ভোটেও ছবিটা বিশেষ বদলায়নি বলে অভিযোগ বিজেপির। এবার কলকাতায় এসে এই ইস্যুতে আরও একবার সোচ্চার হতে দেখা গেল স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে। তাঁর গলায় শোনা গেল বদলার কথা। বিজেপি কর্মীদের হত্যা নিয়ে নতুন করে হলেন সরব। তাঁর সাফ দাবি, বদলার ছবি দেখা যাবে ২০২৬ সালেই। 

এদিন ধর্মতলার সভামঞ্চে উঠে শুরু থেকেই রণংদেহি মেজাজে দেখা যায় অমিত শাহকে। তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, “বিজেপি কর্মকর্তাদের হত্যা হয়েছে। গোটা দেশের বিজেপি কর্মী, বাংলার বিজেপি কর্মীরা এর বদলা নেওয়ার জন্য তৈরি রয়েছেন। দিদি এই কথা মনে রাখবেন। ২০২৬ সালে যখন নির্বাচন হবে তখন বুঝতে পারবেন রাজৈনতিক হত্যার বদলা কীভাবে ভোট দিয়ে নেওয়া হবে।”


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours