দাসপুর থানারই রূপনায়ায়ণপুরে থাকেন সুদীপ সিং। তাঁর সঙ্গেই পাকুড়দানার এক যুবতীর প্রণয়ের সম্পর্ক গড়ে উঠেছিল বলে খবর। যদিও যে সময় তাঁরা বিয়ে করেছিলেন তখন ওই যুবতী নাবালিকা ছিলেন বলে জানা যাচ্ছে।

Paschim Medinipur: বিয়ের সময় নাবালিকা, ১৮ পূর্ণ হতেই যুবতীকে ফিরে পেতে ধরনায় ‘স্বামী’
ঘটনায় হতবাক যুবতীর পরিবারের সদস্যরা

দাসপুর: পালিয়ে গিয়ে বিয়ে করেছিল। যদিও সেই সময় প্রেমিকার বয়স ছিল ১৮ বছরের কম। প্রেমিকার পরিবারের সদস্যদের অভিযোগ ছিল, প্রেমের নামি তাঁদের মেয়েকে ফুঁসলিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। পুলিশে অভিযোগও দায়ের হয়। তাতেই পড়েছিল সম্পর্কে বাধা। সূত্রে খবর, অপহরণের মামলাও চলছে প্রেমিকের বিরুদ্ধে। এবার সেই নাবালিকার ১৮ বছর পূর্ণ হতেই তাকে ফিরে পেতে বাড়ির সামনে ধরনায় বসল প্রেমিক। ছুটে এল পুলিশ। রবিবার সকালে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার পাকুড়দানায়। 


দাসপুর থানারই রূপনায়ায়ণপুরে থাকেন সুদীপ সিং। তাঁর সঙ্গেই পাকুড়দানার এক যুবতীর প্রণয়ের সম্পর্ক গড়ে উঠেছিল বলে খবর। যদিও যে সময় তাঁরা বিয়ে করেছিলেন তখন ওই যুবতী নাবালিকা ছিলেন বলে জানা যাচ্ছে। সে কারণেই বিয়েতে আপত্তি জানিয়েছিল পরিবারের সদস্যরা। এবার তার ১৮ বছরের জন্মদিনেই পরিবারের সদস্যদের নিয়ে বাড়ির সামনে ধরনায় বসলেন সুদীপ। তাঁর এই কাজে হতবাক যুবতীর পরিবারের সদস্যরা। তাঁদের সঙ্গে সকালে বেশ কয়েক দফা বচসাও হয়। মেয়েটির পরিবারের লোকেরা ক্ষোভ উগরে দিয়েছেন সুদীপের বিরুদ্ধে। খবর যায় পুলিশে। 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours