তৃণমূলের বিজয়া সম্মিলনীর মঞ্চে বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়ের গলায় আত্মোপলব্ধির সুর শোনা গিয়েছে। তৃণমূল সাংসদের সেই মন্তব্যের প্রেক্ষিতে এবার মুখ খুললেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। তৃণমূলের প্রথম সারির নেতা তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বক্তব্য, “সব মানুষকে সুখী করা, কোনও জনপ্রতিনিধির পক্ষেই সম্ভব নয়।”


'সবাইকে সুখী করা সম্ভব নয়...', হঠাৎ এ কী বললেন ব্রাত্য?
ব্রাত্য বসু (ফাইল ছবি)

কলকাতা: রাজ্যের শাসক দলের একের পর এক নেতা-মন্ত্রীর গ্রেফতারিতে বিরোধীরা নাগাড়ে আক্রমণ শানাচ্ছে তৃণমূলকে। লোকসভা ভোটের মুখে এই ইস্যুকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে বিরোধীরা। আর এসবের মধ্যেই তৃণমূলের বিজয়া সম্মিলনীর মঞ্চে বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়ের (Sougata Roy) গলায় আত্মোপলব্ধির সুর শোনা গিয়েছে। তৃণমূল সাংসদের সেই মন্তব্যের প্রেক্ষিতে এবার মুখ খুললেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। তৃণমূলের প্রথম সারির নেতা তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বক্তব্য, “সব মানুষকে সুখী করা, কোনও জনপ্রতিনিধির পক্ষেই সম্ভব নয়।”


মঙ্গলবার বেলঘড়িয়ায় তৃণমূলের বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে দলীয় কর্মীদের উদ্দেশে সৌগত রায় বার্তা দিয়েছেন ভুল-ত্রুটি থাকলে শুধরে নেওয়ার জন্য। তৃণমূলের কারও আচরণে আমজনতা যাতে দুঃখ না পায়, সেই বার্তাও দিয়েছেন বর্ষীয়ান সাংসদ। সেই মন্তব্যের প্রেক্ষিতে ব্রাত্য বসু জানালেন, ‘কারও কারও আচরণে মানুষ সত্যিই হয়ত দুঃখ পেয়েছেন।’ তবে একইসঙ্গে মন্ত্রী এও জানিয়ে দিলেন, সবাইকে সুখী করা সম্ভব নয়। বললেন, “দশ জনের মধ্যে দশ জনকেই আমরা সুখী করতে পারব না। কিন্তু দশ জনের মধ্যে কি সাত জনকে সুখী করতে পারছি? কিংবা সাত জন আমাদের থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছেন?” এরপর গত নির্বাচনগুলির হিসেবও তুলে ধরলেন মন্ত্রী।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours