পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ মঙ্গলবার থেকে তিনদিন ধরে আম্বেদকর মূর্তির সামনে ধরনায় বসবে তৃণমূল। বিকাল ৩টে থেকে ৫টা অবধি তিনদিন বসছেন তাঁরা। মূলত কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে এই কর্মসূচি নিয়েছে তৃণমূল।
Assembly: শাহি-সভা ধর্মতলায়, কাল কালো পোশাকে বিক্ষোভ তৃণমূল বিধায়কদের
বিধানসভায় অধ্যক্ষ-সহ অন্যান্য তৃণমূল বিধায়ক।
কলকাতা: শহরের প্রাণকেন্দ্র ধর্মতলায় বুধবার বিজেপির ‘শাহি সভা’। কলকাতা হাইকোর্টের দুই বেঞ্চ থেকে এই ‘হাইভোল্টেজ’ সভার অনুমতি এনেছে বিজেপি। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আসার কথা এই অনুষ্ঠানে। স্বভাবতই নভেম্বরের শেষবেলায় রাজনীতির পারদ চড়ছে কলকাতায়। এরইমধ্যে শুরু হয়েছে বিধানসভা অধিবেশন। আর সেই অধিবেশন চলাকালীন বিধানসভায় প্রতিবাদের সুর চড়াবে শাসকদল তৃণমূল। তৃণমূল সূত্রে খবর, বুধবার ধর্মতলায় অমিত শাহের সভা চলাকালীন বিধানসভায় কালো পোশাক পরে ধরনায় বসছে তৃণমূল। যদিও এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায়, এসব ছবি তোলার জন্য।
বুধবার কালো পোশাক পরে বিধানসভায় আসবেন তৃণমূল বিধায়করা। তৃণমূল অমিত শাহের কলকাতায় আসার দিনটিকে ‘কালা দিবস’ হিসাবে আখ্যা দিতে চাইছে। সূত্রের খবর, সমস্ত দলীয় বিধায়কদের কালো পোশাক পরে আসার নির্দেশ দিয়েছে তৃণমূলের পরিষদীয় দল।
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ মঙ্গলবার থেকে তিনদিন ধরে আম্বেদকর মূর্তির সামনে ধরনায় বসবে তৃণমূল। বিকাল ৩টে থেকে ৫টা অবধি তিনদিন বসছেন তাঁরা। মূলত কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে এই কর্মসূচি নিয়েছে তৃণমূল।
যদিও এ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “ফালতু এসব কিছু। আসল বঞ্চিতরা আগামিকাল আসবেন অমিত শাহের মিটিংয়ে। অমিত শাহের বিরুদ্ধে। নিজেদের বিধানসভায় নিজেরা বিক্ষোভ দেখাবে। শাসকদল কালো পোশাক পরে, নিজের রাজ্যেই প্রতিবাদ বিক্ষোভ করে কে দেখেছে? এসব ফটোসেশনের জন্য।”
Post A Comment:
0 comments so far,add yours