শুক্রবার থেকে শুরু হবে বিধানসভার শীতকালীন অধিবেশন। ওই দিন দুপুর ১ টায় বিধানসভার নৌসের আলি কক্ষে দলের বিধায়কদের নিয়ে বৈঠক করবেন তৃণমূল পরিষদীয় দলের নেতৃত্ব। তার আগেই এই নির্দেশ নিয়ে শুরু হয়েছে চর্চা।
বিধানসভায় তৃণমূলের হাজিরা খাতা, বিধায়কদের উপস্থিতিতে নজর রাখবে শাসকদল
প্রতীকী ছবি
কলকাতা: বিধানসভায় দলীয় বিধায়কদের হাজিরা নিয়ে আরও কঠোর পদক্ষেপ করতে চলেছে তৃণমূল (Trinamool Congress) পরিষদীয় দল। এবার থেকে হাজিরা খাতায় টাইম লিখে বেরোতে হবে বিধায়কদের। আবার ঢোকার সময়ে লিখতে হবে টাইম। অর্থাৎ, কে কতক্ষণ থাকলেন, তার হিসাব নিকাশ থাকবে দলীয় নেতৃত্বের কাছে। সরকার পক্ষের মুখ্য সচেতক ও পরিষদীয় মন্ত্রীর ঘরে থাকবে হাজিরা খাতা। সেখানেই লিখতে হবে ‘ইন-আউটের’ টাইম। জারি হয়েছে নির্দেশিকা।
অধিবেশন চলাকালীন দেখা যায়, শাসকদলের বিধায়কদের উপস্থিতি কখনও কখনও বিরোধীদের কাছাকাছি হয়ে যায়। অথচ সংখ্যার নিরিখে শাসক ও বিরোধীদের মধ্যে অনেকটাই ফারাক রয়েছে। এহেন আবহের মধ্যে আগামী শুক্রবার থেকে শুরু হবে বিধানসভার শীতকালীন অধিবেশন। ওই দিন দুপুর ১ টায় বিধানসভার নৌসের আলি কক্ষে দলের বিধায়কদের নিয়ে বৈঠক করবেন তৃণমূল পরিষদীয় দলের নেতৃত্ব। সূত্রের খবর, থাকবেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি।
Post A Comment:
0 comments so far,add yours