ছ'বারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য অস্ট্রেলিয়ায় গ্র্যান্ড ওয়েলকাম ছিল না। বরং ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে খাঁ খা করছে বিমানবন্দর। বিশ্বকাপ জিতে দেশে ফেরার পর প্যাট কামিন্সদের জন্য তাঁদের দেশের ক্রিকেট প্রেমীরা বিমানবন্দরে ভিড় জমাননি। ভাবতে পারছেন, বিশ্বজয়ীরা নিজেদের দেশে ফিরল, আর বিমানবন্দর কিনা খাঁ খাঁ করছে!
বিশ্ব চ্যাম্পিয়ন কামিন্সরা ফিরলেন দেশে, খাঁ খাঁ করছে বিমানবন্দর!
বিশ্ব চ্যাম্পিয়ন কামিন্সরা ফিরলেন দেশে, খাঁ খাঁ করছে বিমানবন্দর!
সিডনি: ভারতকে (India) হারিয়ে ষষ্ঠবার বিশ্বচ্যাম্পিয়ন হয়ে সদ্য দেশে ফিরেছে অস্ট্রেলিয়া (Australia)। ছ’বারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য অস্ট্রেলিয়ায় গ্র্যান্ড ওয়েলকাম ছিল না। বরং ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে খাঁ খা করছে বিমানবন্দর। বিশ্বকাপ জিতে দেশে ফেরার পর প্যাট কামিন্সদের জন্য তাঁদের দেশের ক্রিকেট প্রেমীরা বিমানবন্দরে ভিড় জমাননি। ভাবতে পারছেন, বিশ্বজয়ীরা নিজেদের দেশে ফিরল, আর বিমানবন্দর কিনা খাঁ খাঁ করছে! ভারত জিতলে এমনটা হত? ভাবাটাই ভুল। বিস্তারিত জেনে নিন
শুধু ক্রিকেটাররা, নয় ভারতের অন্যান্য ক্রীড়াক্ষেত্রের ক্রীড়াবিদরা যখনই সফল হয়ে দেশে ফেরেন বিমানবন্দরে জনজোয়ার দেখা যায়। আর সেখানে ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিতে দেশে ফিরলেন কামিন্সরা। কিন্তু উচ্ছ্বাসের ছিটেফোঁটাও নজরে পড়ল না। কয়েকজন অস্ট্রেলিয়ান চিত্রসাংবাদিককে দেখা যায় কামিন্স, হ্যাজলউডদের ছবি তুলছিলেন। আর বিমানবন্দরে আসা বাকি যাত্রীদের দেখে মনে হচ্ছিল, বিশ্বচ্যাম্পিয়নরা দেশে ফিরেছেন তা তাঁরা বুঝতেই পারছেন না। সোশ্যাল মিডিয়া সাইট X এ সেই ভিডিয়ো ভাইরাল। তাতে একজন কমেন্ট লিখেছেন, ‘অস্ট্রেলিয়ার এয়ারপোর্টে প্যাট কামিন্সকে এভাবে স্বাগত জানানো হল। মনে হচ্ছে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ সম্প্রচার করা হয়নি।’
Post A Comment:
0 comments so far,add yours