প্রসঙ্গত, ২০১১ সালের পর ফের একবার ক্রিকেট বিশ্বকাপে ফাইনালে উঠেছে ভারত। ২০০৩ সালের পর ফের ফাইনালের মঞ্চে অষ্ট্রেলিয়ার মুখোমুখি ভারত। বিরাট-রোহিতদের জয়ের প্রার্থনায় পুজো-যজ্ঞ চলছে দক্ষিণ দিনাজপুরেও।
World Cup Final: জয় চাই ভারতের, বিরাট-রোহিতদের শুভকামনায় কোথাও পুজো কেন্দ্রীয় মন্ত্রী, কোথাও যজ্ঞে বিধায়ক
চলছে যজ্ঞ
বাঁকুড়া: হাতে আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরেই মহারণ। বিশ্বকাপ ফাইনালের মহামঞ্চে অষ্ট্রেলিয়ার মুখোমুখি ভারত (India-Australia Match)। গোটা দেশের পাশাপাশি ইতিমধ্যেই ভারতীয় দলের হয়ে গলা ফাটাতে শুরু করেছেন বাংলার ক্রিকেটপ্রেমীরা। দেশের জয়ের আশায় কোথায় চলছে পুজো, কোথাও যজ্ঞ। পাড়ায় পাড়ায় শুরু হয়ে গিয়েছে জোট বেঁধে খেলা দেখার প্রস্তুতি। চায়ের ঠেকে চলছে সিট বুকিং। এরইমধ্যে বিশ্বকাপ ফাইনালে ভারতের জয়ের কামনায় আজ সাত সকালে বাঁকুড়ার ঐতিহ্যবাহী ভৈরবস্থান মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার।
সূত্রের খবর, এদিন সকালে বাঁকুড়ার বিধায়ক নিলাদ্রী শেখর দানাকে সঙ্গে নিয়ে ভৈরবস্থান মন্দিরে আসেন সুভাষ সরকার। সেখানে বেশ কিছুক্ষণ ধরে ভক্তি ভরে পুজো দেন। কালী প্রতিমার পদতলে ভারতীয় দলের ছবি দিয়ে জয়ের জন্য প্রার্থনাও করে। এরপরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী জানান, দেশের জয়ের ব্যাপারে তিনি সম্পূর্ণ আত্মবিশ্বাসী। তারপরেও টিমের শুভকামনায় তিনি পুজো দিলেন।
Post A Comment:
0 comments so far,add yours