এডিএম সহ প্রশাসনিক আধিকারিকরা খতিয়ে দেখেলেন ২০২৪ এর গঙ্গাসাগর মেলার প্রস্তুুতি,

২৯ শে নভেম্বর বুধবার দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রশাসনিক আধিকারিকরা ২০২৪ এর গঙ্গাসাগর মেলা আয়োজনের প্রস্তুুতি খতিয়ে দেখেন,
এদিন উপস্থিত ছিলেন
 এডিএম G অনীশ দাশগুপ্ত, এডিএম LA হরসিমরন সিং,এডিএম ZP সৌমন পাল,সাগরের বিডিও কানাইয়া কুমার রয়,সাগরের এসডিপিও দীপাঞ্জন চ্যাটার্জী, GBDA এর EO নীলাঞ্জন তরফদার, সাগর থানার ভারপ্রাপ্ত অধিকারী শুভেন্দু দাস, গঙ্গাসাগর কোস্টাল থানার ভারপ্রাপ্ত অধিকারী বাপি রায়,
এদিন ২০২৪ এর গঙ্গাসাগরের মেলা মাঠের অবস্থা এবং মেলার চলমান কাজ পর্যালোচনা করেন,এবং মেলা চলাকালীন স্থায়ী পুলিশ সদর দপ্তর,১নং স্নানের ঘাট থেকে শুরু করে সমুদ্র উপকূল পর্যন্ত চলমান কাজ ঘুরে দেখেন এডিএম সহ প্রশাসনিক আধিকারিকরা,৬ নভেম্বর জেলাশাসক সুমিত গুপ্তা গঙ্গাসাগর মেলার প্রস্তুুতির বিষয়ে প্রশাসনিক আধিকারিকদের সাথে একটি বৈঠক করেছিলেন। এবারের মেলায় অনেক পরিবর্তন দেখা যাবে গঙ্গাসাগর মেলায় কুয়াশার কারণে মুড়িগঙ্গা নদীতে ভেসেল চলাচলের সমস্যার জন্য এবার বিশেষ কুয়াশা আলোর ব্যবস্থা থাকবে

স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours