সেক্ষেত্রে নিউজিল্যান্ডকে টপকে শেষ চারে চলে যাবে পাকিস্তান। তবে আফগানিস্তান যদি টানা ২টি ম্যাচ জেতে, তবে রশিদ খানরা পয়েন্টের বিচারে টপকে যাবে পাকিস্তানকে। অঙ্ক তখন আবার হয়ে উঠবে জটিল। অস্ট্রেলিয়ার হাতে ২টি ম্যাচ। বাংলাদেশ ও আফগানিস্তান। ২টো ম্যাচের একটা জিতলেই ওয়ার্নারদের কনফার্ম হবে শেষ চারের টিকিট। জটিল অঙ্কের হিসেবে পাকিস্তানের একটা সুবিধা রয়েছে।

 কলকাতায় বাবর আজমরা, তার আগেই পাকিস্তান পেল শাস্তি!
মেয়ের সঙ্গে রিজওয়ান, সহকারী মর্কেলের সঙ্গে অধিনায়ক বাবর। রবিবার দমদম বিমানবন্দরে।


কলকাতা: বিরাট তখন সেঞ্চুরির দোরগোড়ায়। ইতিহাসের সামনে। ৮০-র ঘরে ঢুকেছেন কিং কোহলি। ঠিক তখনই দমদম বিমানবন্দরে হুড়োহুড়ি। নিরাপত্তার চাদরে মুড়ে যায় বিমানবন্দরের ওয়ান বি গেট। একে একে বেরিয়ে আসছেন বাবর, রিজওয়ান, শাহিন আফ্রিদিরা। বিশ্বকাপে পাকিস্তানের গ্রুপ পর্বের শেষ ম্যাচ কলকাতাতে। ১১ তারিখ। প্রতিপক্ষ ইংল্যান্ড। সেই ম্যাচ খেলতে এক সপ্তাহ আগেই কলকাতায় পৌঁছে গেল পাকিস্তান। এসেও ‘স্বস্তি’ নেই! বিস্তারিত জেনে নিন এর এই প্রতিবেদনে।

শেষ চারে যাওয়ার ক্ষেত্রে পাকিস্তান আসলে সাঁড়াশি চাপে রয়েছে। ঠিক পেছনে আফগানিস্তান। ১ ম্যাচ কম খেলে ৭ ম্যাচে ৮ পয়েন্ট। পাকিস্তানের ৮ ম্যাচে ৮ পয়েন্ট। তবে রানরেটে অনেকটা এগিয়ে পাকিস্তান। আফগানিস্তানের হাতে ২টি ম্যাচ। ৭ তারিখ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ১০ তারিখ প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। অন্য দিকে, পাকিস্তানের ওপরে থাকা নিউজিল্যান্ড পাকিস্তানের সমসংখ্যক ম্যাচ খেলে সমান পয়েন্ট। ৮ ম্যাচে ৮ পয়েন্ট। তবে রান রেটে বেশ কিছুটা এগিয়ে। নিউজিল্যান্ডের শেষ ম্যাচ ৯ তারিখ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। রানরেটের দিকে এ বার যদি নজর রাখি, নিউজিল্যান্ডের নেট রানরেট +০.৩৯৮। পাকিস্তানের নেট রানরেট +০.০৩৬। অন্যদিকে আফগানিস্তানের নেট রানরেট -০.৩৩০।


নিউজিল্যান্ড যদি হারে শ্রীলঙ্কার কাছে, আর পাকিস্তান যদি ইংল্যান্ডের বিরুদ্ধে জেতে কলকাতায়। সেক্ষেত্রে নিউজিল্যান্ডকে টপকে শেষ চারে চলে যাবে পাকিস্তান। তবে আফগানিস্তান যদি টানা ২টি ম্যাচ জেতে, তবে রশিদ খানরা পয়েন্টের বিচারে টপকে যাবে পাকিস্তানকে। অঙ্ক তখন আবার হয়ে উঠবে জটিল। অস্ট্রেলিয়ার হাতে ২টি ম্যাচ। বাংলাদেশ ও আফগানিস্তান। ২টো ম্যাচের একটা জিতলেই ওয়ার্নারদের কনফার্ম হবে শেষ চারের টিকিট। জটিল অঙ্কের হিসেবে পাকিস্তানের একটা সুবিধা রয়েছে। কলকাতায় ইংল্যান্ড ম্যাচের ২দিন আগে দেখে নিতে পারবে নিউজিল্যান্ডের অবস্থা। ৯ নভেম্বর নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচ। ১১ নভেম্বর কলকাতায় ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ। এত জটিল অঙ্ক রয়েছে। তার মধ্যে কলকাতায় ফুরফুরে মেজাজে আপাতত দেখা মিলল পাক ক্রিকেটারদের।

বিমানবন্দরে নেমেই মেয়ের সঙ্গে খুনসুঁটি রিজওয়ানের। বোলিং কোচ মর্নি মর্কেলের সঙ্গে খোশমেজাজে অধিনায়ক বাবর আজম। এই টুকরো টুকরো ছবিগুলো দেখে স্পষ্ট, নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় শরীরী ভাষাই বদলে দিয়েছে পাকিস্তানের। সামনের এক সপ্তাহ কলকাতায় কী করবে পাকিস্তান? সূত্রের খবর, সোমবার পুরোপুরি বিশ্রামে থাকবেন ফখর জামানরা। মঙ্গলবারও অনুশীলনের পরিকল্পনা নেই পাকিস্তানের। বুধবার থেকে ইডেনে অনুশীলনে নামতে পারে পাকিস্তান। অর্থাৎ ৮ তারিখ গ্রুপ লিগের শেষ ম্যাচের জন্য অনুশীলন শুরু করবে পাকিস্তান। সে দিনই আবার ইংল্যান্ড মাঠে নামবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। তবে কলকাতায় দ্বিতীয়বার পা রাখার আগেই পাকিস্তান শিবিরে দুঃসংবাদ। নিউজিল্যান্ড ম্যাচে স্লো ওভার রেটের জন্য ম্যাচ ফি-র ১০ শতাংশ কাটা হবে পাকিস্তানের। চলতি বিশ্বকাপে কলকাতা সফরের আগে যা ধাক্কা পাক শিবিরে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours