ঘরের মাঠে ২০১১ বিশ্বকাপ ফাইনালের সেই দৃশ্যদুটি মনে পড়ে? ওয়াংখেড়েতে ফাইনাল। সচিন তেন্ডুলকর আউট হতেই পিন-ড্রপ সাইলেন্স। ঠিক তখনই ক্রিজে প্রবেশ বিরাট কোহলির। ফাইনালে ৩৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস 'তরুণ' বিরাটের। আরও একটা দৃশ্য। চ্যাম্পিয়ন হওয়ার পর সচিনকে কাঁধে তুলেছিলেন বিরাট কোহলি। আজ ইডেনে ওডিআই সেঞ্চুরির সংখ্যায় সেই সচিনের কাঁধে কাঁধ কিং কোহলির।

Virat Kohli: কিংবদন্তি সচিনকে ছুঁয়ে 'নতজানু' কিং কোহলি

একশোর একশো। সচিন তেন্ডুলকরের এই রেকর্ড কোনওদিন কেউ ভাঙতে পারবেন কিনা, সন্দেহ রয়েছে। সচিন অবশ্য বহু আগে বলেছিলেন, এই রেকর্ড দু-জন ভাঙতে পারেন। রোহিত শর্মা এবং বিরাট কোহলি। সেঞ্চুরির সেঞ্চুরি রেকর্ড ভাঙতে এখনও অনেকটা পথ যেতে হবে কোহলিকে। তবে ওডিআই ক্রিকেটে সচিনের ৪৯টি সেঞ্চুরির রেকর্ড ছুঁয়ে ফেলেছেন বিরাট কোহলি। ঐতিহ্যের ইডেন গার্ডেন্সে নিজের জন্মদিনে অন্যতম সেরা ইনিংস বিরাট কোহলির ব্যাটে। যাঁর রেকর্ড ছুঁয়েছেন, সেই সচিন তেন্ডুলকরও শুভেচ্ছা জানিয়েছেন বিরাট কোহলিকে। যাঁকে আদর্শ করে বেড়ে ওঠা, এগিয়ে চলা, তাঁর রেকর্ড ছুঁয়েও নতজানু বিরাট। ভারতীয় সংস্কৃতি, বিরাটের রুচিবোধ তাঁকে সেটাই শিখিয়েছে। একজন কিংবদন্তির প্রতি আর এক কিংবদন্তির শ্রদ্ধা, মন ভালো করে দেওয়ার মতোই। বিস্তারিত রইল এই প্রতিবেদনে।


ঘরের মাঠে ২০১১ বিশ্বকাপ ফাইনালের সেই দৃশ্যদুটি মনে পড়ে? ওয়াংখেড়েতে ফাইনাল। সচিন তেন্ডুলকর আউট হতেই পিন-ড্রপ সাইলেন্স। ঠিক তখনই ক্রিজে প্রবেশ বিরাট কোহলির। ফাইনালে ৩৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস ‘তরুণ’ বিরাটের। আরও একটা দৃশ্য। চ্যাম্পিয়ন হওয়ার পর সচিনকে কাঁধে তুলেছিলেন বিরাট কোহলি। আজ ইডেনে ওডিআই সেঞ্চুরির সংখ্যায় সেই সচিনের কাঁধে কাঁধ কিং কোহলির। অপরাজিত ইনিংসে ম্যাচের সেরার পুরস্কারও জিতলেন। এরপরই বলেন, ‘আমার কাছে অনেক অনেক প্রাপ্তি। নায়কের রেকর্ড ছুঁয়েছি। ব্যাটিং দক্ষতায় তিনি পারফেক্ট। কোনও দিনই তাঁর মতো হতে পারব না।’

ছেলেবেলার নায়ক, পরবর্তীতে সতীর্থ প্রসঙ্গে বিরাট আরও যোগ করেন, ‘আমার কাছে ভীষণ আবেগের মুহূর্ত। নিজের শিঁকড় খুব ভালো ভাবেই জানি। তাঁকে টিভিতে দেখেছি, এখন তাঁর কাছ থেকে প্রশংসা আমার কাছে অনেক বড় ব্যাপার।’ এ বারের বিশ্বকাপে ভিন্ন মেজাজে দেখা যাচ্ছে বিরাট। এই বিশ্বকাপ যেন তাঁরই। সমস্ত আকর্ষণের কেন্দ্রে বিরাট কোহলিই। বলছেন, ‘ক্রিকেটটা উপভোগ করছি। আমার কাছে সেটাই আসল। ঈশ্বর আমাকে সমস্ত কিছু দিয়েছেন। আমি শুধু চেষ্টা করে গিয়েছি।’


এক যুগ আগে দেশের মাটিতে ভারত চ্যাম্পিয়ন হলেও গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছিল। এ বার দক্ষিণ আফ্রিকা বিধ্বংসী ফর্মে ছিল। ফলে তাদের হারাতে পেরে বিরাট যেন বাড়তি উচ্ছ্বাসে ভাসছেন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours