*প্লাস্টিক বর্জনের বার্তা দিতে কাগজের দেশ তৈরি নামখানার যুবকের*
দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রত্যন্ত ব্লক নামখানার নারায়ণপুরের যুবক ইন্দ্রনীলের হাত ধরে তৈরি হয়েছে কাগজের দেশ। ছোটো থেকে রং তুলির সাথেই বড় হয়েছে ইন্দ্রনীল। বহুদিন আগেই সৌরভ গাঙ্গুলীর ছবি এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নিজের নাম তুলেছে ইন্দ্রনীল। কিন্তু ইন্দ্রনীলের দুচোখে অন্য আরেক স্বপ্ন। অত্যাধুনিক সমাজ ব্যবস্থায় বাড়ছে প্লাস্টিকের ব্যবহার। তাই প্লাস্টিক মুক্ত সমাজ গড়ে তুলতে আজ থেকে প্রায় ছয় বছর আগে কাগজের দেশের পথচলা শুরু করে। মূলত কম খরচে এবং প্লাস্টিকের ব্যবহার ছাড়াই রংবেরঙের কাগজ দিয়ে তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের ফুল এবং ঘর সাজানোর সামগ্রী। এই সব কিছুই একত্রিত করে উপস্থাপন করা হয়েছে কাগজের দেশের। তবে শুধু ইন্দ্রনীল নয় নামখানা এলাকার বিভিন্ন প্রান্তে ইন্দ্রনীলের হাত ধরে তৈরি হয়েছে বহু কাগজের দেশের কারিগর। ইতিমধ্যেই কচিকাঁচা স্কুল পড়ুয়ারা নিযুক্ত হয়েছে এই কাজে। কচিকাঁচা স্কুল পড়ুয়াদের নিপুন কারুকার্যে ভরপুর এই কাগজের দেশ ইতিমধ্যেই বেশ প্রশংসা কুড়িয়েছে সমাজের বিভিন্ন স্তরের মানুষদের থেকে।ইন্দ্রনীল জানা বর্তমানে স্কুলে পার্টটাইম হিসাবে শিক্ষকতা করছেন।আপনিও এই কাগজের দেশ দেখতে পারেন।দেখতে হলে আসতে হবে নামখানা।
Post A Comment:
0 comments so far,add yours