আন্তঃরাজ্য অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে যোগ, বসিরহাটকাণ্ডে নয়া মোড়
৬ মিনিটেই দশ লক্ষ…, বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন হার্দিক পান্ডিয়া!
হুমায়ুন কবীরকে শোকজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে জবাব তলব, মমতার বার্তা সিদ্দিকুল্লাকে
সুস্বাস্থ্যের পঞ্চায়েত গড়ার উদ্যোগ নিল ঘোড়ামারা
অধ্যক্ষ বিমানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে বিজেপি’, কেন বললেন শুভেন্দু?
এদিন সকাল ৬টার কিছু থেকেই খুলে গিয়েছে দক্ষিণেশ্বরের মন্দিরের দরজা। শুধুমাত্র কলকাতা বা পার্শ্ববর্তী এলাকা থেকে মানুষেরা এদিন এসেছেন এমনটা নয়, ভক্ত সমাগম হয়েছে ভিন রাজ্য থেকেও। পুজো দিতে পড়েছে দীর্ঘ লাইন।
ভিন রাজ্য থেকে হাজার হাজার ভক্তের ঢল, ভবতারিণী দর্শনে সকাল থেকেই মানুষের ঢল দক্ষিণেশ্বরে
সকাল থেকেই মানুষের ঢল
কলকাতা: কালীপুজোয় মাতোয়ারা বঙ্গবাসী। সকাল থেকেই মন্দিরে মন্দিরে পুজো দিতে লম্বা লাইন মানুষের। মানুষের ঢল নেমেছে দক্ষিণেশ্বরেও (Dakshineswar)। জয় মা কালী, চারদিকে শুধু এই একটাই আওয়াজ ধ্বনিত হচ্ছে। ঘুরছে মানুষের মুখে মুখে। সাধারণ মানুষ মনে করেন এদিন দক্ষিণেশ্বরের ভবতারিণী দেবী কালি করুণাময়ীরূপে মর্ত্যে নেমে আসেন। মানুষের সুখ-দুঃখের সঙ্গী হন। ভক্তদের মনস্কামনা পূরণ করেন। এদিন সকাল ৬টার কিছু থেকেই খুলে গিয়েছে দক্ষিণেশ্বরের মন্দিরের দরজা। শুধুমাত্র কলকাতা বা পার্শ্ববর্তী এলাকা থেকে মানুষেরা এদিন এসেছেন এমনটা নয়, ভক্ত সমাগম হয়েছে ভিন রাজ্য থেকেও। পুজো দিতে পড়েছে দীর্ঘ লাইন।
এদিন দক্ষিণেশ্বরে পুজো দেওয়া আসলে সৌভাগ্যেরই স্বরূপ বলে মনে করেন অনেকে। এই একটা দিন দক্ষিণেশ্বরে পুজো দিতে মুখিয়ে থাকেন লক্ষ লক্ষ ভক্তেরা। এক ভক্ত তো মন্দির প্রাঙ্গনে দাঁড়িয়েই বললেন, আমি প্রতি বছরই আসি। কালীপুজোর দিন এখানে পুজো দিতে পারা তো ভাগ্য়ের ব্যাপার। এদিন এখানে পুজো দিলে মনে একটা আলাদা শান্তি পাই। মায়ের কাছে একটাই প্রার্থনা, সবাই যেন ভাল থাকে। অন্ধকার সরিয়ে আলোয় ভরে উঠুক সকলের
Post A Comment:
0 comments so far,add yours