গঙ্গাসাগরের কালিবাজারের কাছে টোটো ও ৪০৭ লরি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় দক্ষিণ ২৪ পরগনার জেলার সাগর ব্লকের অধীন গঙ্গাসাগরের বাগবাজারের দিক থেকে একটি টোটো গঙ্গাসাগরের দিকে যাচ্ছিল ঠিক তখনই গঙ্গাসাগরের কালিবাজারের কাছে দাড়িয়ে থাকা একটি ৪০৭ লরি গ্যারেজ থেকে মেন রাস্তার দিকে আসতে শুরু করলে একটি সাইকেল চেপে দুই যুবক হটাৎই ওই লরির সমনে চলে আসে এরপর ওই সাইকেলে থাকা দুই যুবককে বাঁচাতে গিয়ে টোটো ও ৪০৭ লরি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ লাগে,
ওই ঘটনায় হতাহতের কোন খবর নেই
ষ্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Post A Comment:
0 comments so far,add yours