আবারও ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হলো দক্ষিণ ২৪ পরগনার সাগরের কোম্পানিছাড় এলাকার সঞ্জয় মাইতি নামে এক পরিযায়ী শ্রমিকের
পরিবার সূত্রে জানা যায়,২০ নভেম্বর সোমবার বাড়ি থেকে আসামের করিমগঞ্জে বোরিং এর কাজে গিয়েছিলেন সাগর ব্লকের মুড়িগঙ্গা দুই গ্রাম পঞ্চায়েতের অধীন কোম্পানীছাড় এলাকার যুবক সঞ্জয় মাইতি। এরপর ২৩শে নভেম্বর বৃহস্পতিবার বিকেলে কাজের সাইডে তাবুতে ছিলেন ওই যুবক,এরপর ওই তাবুর পাশ দিয়ে একটি সিমেন্টভর্তি ট্রাক যাওয়ার পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ওই তাবুর ওপরে উল্টে যায়। এরপর গুরুতর জখম হয় সাগরের কোম্পানিছাড় এলাকার সঞ্জয় মাইতি নামে ওই যুবক,গুরুত যখম অবস্থায় সাগরের কোম্পানিছাড় এলাকার সঞ্জয় মাইতি নামে ওই যুবককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন,সাগরের কোম্পানিছাড় এলাকার সঞ্জয় মাইতি নামে ওই যুবকের মৃতদেহ ২৬শে নভেম্বর রবিবার দুপুরে তার বাড়িতে আনা হয়েছে ,সাগরের কোম্পানিছাড় এলাকার সঞ্জয় মাইতি নামে ওই যুবকের পরিবারে একমাত্র রোজগার ছিল ওই যুবক। ওই যুবকের চারজনের সংসার। স্ত্রী ও দুই নাবালিকা মেয়ে,পরিবারে একমাত্র রোজগেরে সদস্যকে হারিয়ে অথৈ জলে পরিবারটি,
রবিবার মৃত যুবক সঞ্জয় মাইতির পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা আমাদের কাকদ্বীপ ডট কমের ক্যামেরার সামনে কি বললেন শুনুন
রবিবার ওই বিষয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ করে মুড়িগঙ্গা দুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আব্দুল সামির শাহ্
রবিবার ওই বিষয়ে রাজ্যে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে মথুরাপুর সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক কৌশিক দাস
ষ্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Post A Comment:
0 comments so far,add yours