ডুবে যাওয়া জাহাজ থেকে যন্ত্রাংশ কেটে নিয়ে আসার অভিযোগে গ্রেপ্তার একটি ট্রলার
গভীর সমুদ্রে ডুবে যাওয়া জাহাজ থেকে যন্ত্রাংশ কেটে নিয়ে আসার অভিযোগে আজ একটি মৎস্যজীবী ট্রলারকে আটক করল দক্ষিণ ২৪ পরগনা জেলার ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, এফ.বি. নাফিসা নামে ওই ট্রলারটি বকখালি থেকে ৭ নটিক্যাল মাইল দূরত্বে বঙ্গোপসাগরে ডুবে থাকা একটি জাহাজ থেকে যন্ত্রাংশ চুরি করে নিয়ে আসতো। গোপন সূত্রে খবর পেয়ে আজ ভোরে ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশ মৌসুনি দ্বীপের কাছে বটতলা নদীতে অভিযান চালিয়ে ওই মৎস্যজীবী ট্রলারকে আটক করে। তবে ট্রলারের চালক ও অন্যান্য শ্রমিকরা পালিয়ে যায়। তাদের খোঁজেও তল্লাশি চাল্লাচ্ছে পুলিশ। প্রসঙ্গত, কয়েক মাস আগে এই রকমের একটা চক্রকে ধরতে সক্ষম হয়েছিল উপকূল থানার পুলিশ। তবে কে বা কারা এই চক্র চালাচ্ছে তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।
ষ্টাফ রিপোর্টার মুন্না সরদার
Post A Comment:
0 comments so far,add yours