প্রশাসনের তরফে জানানো হয়েছে, আরও বড় ভূমিকম্প হতে পারে। টানা আরও কয়েকটি ভূমিকম্প হলে, আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত শুরু হতে পারে। 

আইসল্যান্ডের আবহাওয়া দফতর সূত্রেও জানানো হয়েছে, আরও ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে। অগ্নুৎপাত শুরু হলে, তা টানা কয়েকদিন ধরে চলতে পারে। ইতিমধ্যেই একটি ভিডিয়োয় আগ্নেয়গিরির মুখে ফুটন্ত লাভা দেখা গিয়েছে।

১৪ ঘণ্টায় ৮০০ বার কম্পন আইসল্যান্ডে! শুরু অগ্নুৎপাত, দেখুন ভিডিয়ো
আগ্নেয়গিরিতে ফুটছে লাভা।

আইসল্যান্ড: মিনিটে মিনিটে কম্পন। মাত্র ১৪ ঘণ্টার মধ্যে ৮০০ বার ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল আইসল্যান্ড (Iceland)। পরপর ৮০০ বার ভূমিকম্পের পরই আইসল্যান্ডে জারি করা হয়েছে জরুরি অবস্থা (State of Emergency)। এভাবে লাগাতার ভূমিকম্পের পরই আগ্নেয়গিরি সক্রিয় হয়ে ওঠার আশঙ্কা করা হচ্ছে। যেকোনও মুহূর্তে অগ্নুৎপাত (Volcanic Eruption) হতে পারে।


জানা গিয়েছে, শুক্রবার বিকেল থেকে একটানা ভূমিকম্প শুরু হয় আইসল্যান্ডে। ১৪ ঘণ্টায় কমপক্ষে ৮০০টি ভূমিকম্প রেকর্ড হয়েছে আইসল্যান্ডের রেইকজেনেস উপদ্বীপে। এরপরই সিভিল প্রোটেকশন অ্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্টের তরফে জরুরি অবস্থা জারি করা হয়।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours