‘বাবার মতোই অবস্থা হবে…’, প্রাক্তন বিধায়কের কাছে বারবার আসছে মেইল
বিশেষ আর্জি নিয়ে আদালতে দ্বারস্থ তাহাউর রানা, কী ছক কষছেন মুম্বই হামলার মূল চক্রী?
লাগবে না বাংলাদেশকে! বুঝিয়ে দিল ভারত, ৫০০০ কোটির প্রকল্প থামিয়ে দিল মোদী সরকার
জল-খাবার দিতে দিচ্ছেন না, ওঁদের মানবাধিকারের একটা ব্যাপার আছে’, আন্দোলনকারীদের আইন মনে করাল পুলিশ
আমি কলকাতায় থাকলে এক সেকেন্ডে মিটিয়ে নিতাম’, চাকরিহারাদের আন্দোলন প্রসঙ্গে বললেন মমতা
সেনাবাহিনীতে যুক্ত হতে চলেছে, অতিরিক্ত ৯৭টি 'তেজস' যুদ্ধবিমান এবং ১৫৬টি 'প্রচন্ড' অ্যাটাক হেলিকপ্টার। বৃহস্পতিবার (৩০ নভেম্বর), এই বিষয়ে অনুমোদন দিল প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল। এর জন্য প্রায় ১.১ লক্ষ কোটি টাকার চুক্তি করছে কাউন্সিল।
৯৭টি 'তেজস' এবং ১৫৬টি 'প্রচন্ড'-এ শক্তি বাড়াচ্ছে সেনা, চুক্তি ১১ লক্ষ কোটি টাকার
তেজস ও প্রচণ্ড (ফাইল ছবি)
নয়া দিল্লি: আরও দেশিয় সরঞ্জামে শক্তিশালী হচ্ছে ভারতে সেনাবাহিনী। বাহিনীতে যুক্ত হতে চলেছে, অতিরিক্ত ৯৭টি ‘তেজস’ যুদ্ধবিমান এবং ১৫৬টি ‘প্রচন্ড’ অ্যাটাক হেলিকপ্টার। বৃহস্পতিবার (৩০ নভেম্বর), এই বিষয়ে অনুমোদন দিল প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল। দুটি এয়ারক্র্যাফ্টই দেশিয় প্রযুক্তিতে তৈরি। কাজেই এই অনুমোদন, দেশে প্রতিরক্ষা উত্পাদন শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর জন্য এর জন্য প্রায় ১.১ লক্ষ কোটি টাকার চুক্তি করছে প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল। প্রধানমন্ত্রী মোদী আত্মনির্ভর ভারত গঠনের ডাক দিয়েছিলেন। তারপর থেকে সামরিক ক্ষেত্রে ক্রমে বিদেশি নির্ভরতা কমানোর প্রয়াস চালাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক। দেশিয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান, অ্যাটাক হেলিকপ্টার, ক্ষেপণাস্ত্র সংগ্রহ করছে সেনাবাহিনী। এদিনের অনুমোদন, সেই ধারাবাহিকতারই অংশ।
Post A Comment:
0 comments so far,add yours