গতকাল থেকেই আকাশের মুখ ভার। রাতে ও ভোরে কয়েক দফায় বৃষ্টি হচ্ছে কাকদ্বীপ সহ সুন্দরবন উপকূলীয় এলাকায়। সকাল থেকে দমকা বাতাস বইতে শুরু করেছে। বেলা যত বাড়ছে, ততই আকাশ কালো মেঘে ঢেকে যাচ্ছে।
আবহাওয়া দপ্তরের পক্ষ জানানো হয়েছে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা ক্রমশ শক্তিশালী হয়ে, পরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। গত কাল থেকে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করেছে মৎস্য দপ্তর। এই মুহূর্তে সমুদ্র উত্তাল। প্রশাসনের পক্ষ থেকে মৎস্যজীবীদের আগামী দুই দিন নদীতে ও সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ উপকূলীয় জেলা গুলিতে বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ মোকাবিলায় সব রকমের ব্যবস্থা রাখা হয়েছে। সেচ দপ্তরের আধিকারিকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ব্লক অফিস ও পঞ্চায়েত গুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে। বেহাল নদী ও সমুদ্র বাঁধগুলির উপর নজর রাখতেও বলা হয়েছে। সমগ্র পরিস্থিতি দিকে নজর রাখছে মহকুমা প্রশাসন।
ষ্টাফ রিপোর্টার মুন্না সরদার
Post A Comment:
0 comments so far,add yours