৫০ লক্ষ টাকা ব্যয়ে দেড় কিলোমিটার রাস্তা তৈরি হল মৌসুনিতে। পথশ্রী প্রকল্পের মাধ্যমে রবিবার সেই রাস্তার শিলান্যাস হল।
দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের মৌসুনি। বিচ্ছিন্ন এই দ্বীপে আনুমানিক প্রায় পয়ত্রিশ হাজারের কাছাকাছি মানুষের বসবাস। বিচ্ছিন্ন এই দ্বীপকে ঘিরে রেখেছে চিনাই নদী এবং বঙ্গোপসাগর। প্রতিনিয়তই নদী বাঁধ এবং রাস্তার সমস্যায় ভোগেন এলাকার বাসিন্দারা। মৌসুনির বিভিন্ন জায়গায় রাস্তার সমস্যা দীর্ঘদিনের। কুসুমতলার সীমা বাঁধের প্রায় দেড় কিলোমিটার রাস্তা বহুদিন ধরে খারাপ হয়ে পড়েছিল। যার কারণে প্রতিনিয়তই সমস্যায় পড়তে হতো বাসিন্দাদের। নতুন রাস্তার দাবী জানিয়েছিলেন এলাকার বাসিন্দারা।এবার সেই মৌসুনির কুসুমতলার বালিয়াড়ার সিমা বাঁধে প্রায় দেড় কিলোমিটার নতুন রাস্তা তৈরি হলো। রাস্তা তৈরিতে খরচ হয়েছে 50 লক্ষ টাকা। রবিবার সেই রাস্তার উদ্বোধন করলেন নামখানা পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ প্রভঞ্জন মন্ডল। সঙ্গে উপস্থিত ছিলেন মৌসনি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল কাইয়ুম খানসহ পঞ্চায়েত সদস্যরা।
অবশেষে দীর্ঘদিন পর বাসিন্দাদের দাবি মত রাস্তা তৈরি হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা।
ষ্টাফ রিপোর্টার শুভাশিস সরদার
Post A Comment:
0 comments so far,add yours