ইতিমধ্যেই স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের পোস্টার তৈরি করা হয়েছে। বিধায়কদের পাশাপাশি খোদ মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কালো পাড়ের শাড়ি ও কালো শাল নিয়ে প্রবেশ করেছেন বিধানসভায়।

গেরুয়া শিবিরে স্লোগান উঠছে ধর্মতলায়, বিধানসভায় কালো পোশাকে প্রতিবাদ মমতা-ফিরহাদদের
কালো পাড়ের শাড়ি পরে মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: বঞ্চনা আর দুর্নীতি! এই দুই ইস্যুকে সামনে রেখে বুধবার মেগা সভা করছে বিজেপি। আবার আজই সেই ‘বঞ্চনা’ অস্ত্রে শান দিয়ে পাল্টা সভা তৃণমূলের। বিধানসভায় কালো পোশাক পরে প্রতিবাদে তৃণমূল বিধায়করা। তিনদিন ধরনা কর্মসূচি পালন করবেন তাঁরা। শাসকদলের দাবি, রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিজেপি। মিথ্যে অভিযোগ আনা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে।


ইতিমধ্যেই স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের পোস্টার তৈরি করা হয়েছে। বিধায়কদের পাশাপাশি খোদ মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কালো পাড়ের শাড়ি ও কালো শাল নিয়ে প্রবেশ করেছেন বিধানসভায়।

প্রসঙ্গত, ২০১৪ সালে সিদ্ধার্থ নাথ সিং বলেছিলেন, ‘ভাগ মুকুল ভাগ’, ‘ভাগ মমতা ভাগ’। সেই সময় যদিও, বাংলার রাজনীতিতে ততটা প্রাসঙ্গিক ছিল না বিজেপি। তবে ২০২৩ সালের ছবিটা ভিন্ন। গুরুত্বপূর্ণ বিরোধী দল হিসাবে এরাজ্যে জায়গা করে নিয়েছে বিজেপি। ২০২১ সালে অমিত শাহ এসে বলেছিলেন, ‘আপকি বার দুশো পার’ তবে দু’শো পার না করলেও তিন থেকে সাতাত্তর হয়েছিল। আসন্ন লোকসভা নির্বাচনে এই মঞ্চ থেকেই যে শাহ রণডঙ্কা বাজাবেন সে কথাই মনে করছেন রাজনৈতিক মহল। ফলে, তৃণমূলও কোনও ভাবেই নিজেদের জমি ছাড়বে না তা বোঝাতেই এই পাল্টা প্রতিবাদ কর্মসূচি বলে অনুমান ওয়াকিবহাল মহলের।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours