সোমবার সন্ধ্যায় আগুন লাগে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের ইঞ্জিন। হেমাটোলজি বিভাগের ল্যাবে এদিন হঠাৎই আগুন লাগে বলে খবর। কলকাতা মেডিক্যালে আগুন লাগার খবর ছড়াতেই হইচই শুরু হয়ে যায় এলাকায়। খবর পেয়ে একের পর এক মোট ৫টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসে হাজির হয়।

 কলকাতা মেডিক্যালে ভয়াবহ আগুন
ভয়াবহ আগুন মেডিক্যালে।

কলকাতা: মেডিক্যাল কলেজে আগুন। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন। হেমাটোলজি বিভাগে সোমবার আগুন লাগে। তবে সেই সময় বিভাগে কোনও রোগী ছিলেন না। কোনও হতাহতের খবর নেই। পরিস্থিতি ঘুরে দেখেন কলকাতার নগরপাল বিনীত গোয়েল। হেমাটোলজি বিভাগের ল্যাবে এদিন হঠাৎই আগুন লাগে বলে খবর। কলকাতা মেডিক্যালে আগুন লাগার খবর ছড়াতেই হইচই শুরু হয়ে যায় এলাকায়। খবর পেয়ে একের পর এক মোট ৫টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসে হাজির হয়।


এদিকে আগুনের লেলিহান শিখা ক্রমেই ভয়াবহ আকার নিতে থাকে। স্বভাবতই ভয় পেয়ে যান সকলে। ঘটনাস্থলে এসে হাজির হয় বিশাল পুলিশবাহিনী। আপাতত আগুন নিয়ন্ত্রণে বলেই খবর। এদিকে এরকম একটি হাসপাতালে আগুন লাগার খবরে হাসপাতালে আসেন কলকাতা পুলিশের সিপি।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours