অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে বিয়ে করে একসন্তানের পিতা হয়েছেন রাজ। আর এক সন্তানের জন্ম হবে কিছুদিনের মধ্যেই। প্রেমিকা পিয়া চক্রবর্তীকে পরমব্রত বিয়ে করেছে গতকালই (২৭ নভেম্বর)। এবার পড়ে রয়েছেন রুদ্রনীল একা। কবে বিয়ে করছেন তিনি? এক্সক্লুসিভভাবে

এর নির্বাচনের পরেই বিয়ে করব', 'পরম-বন্ধু'র বিবাহের পর বললেন রুদ্রনীল
রুদ্রনীল ঘোষ।

গৌতম ঘোষের পরিচালনায় ‘কালবেলা’ ছবিতে অভিনয় করেছিলেন রুদ্রনীল ঘোষ এবং পরমব্রত চট্টোপাধ্যায়। দেখা গিয়েছিল পরম-বন্ধুর চরিত্রে। তারপর পরমব্রতরই পরিচালনায় ‘হাওয়াবদল’ ছবিতে অভিনয় দুই বন্ধুর। রাজ চক্রবর্তী, পরমব্রত এবং রুদ্রনীল–টলিপাড়ার ব্রো-লাভ রয়েছে এই তিনজনের মধ্যে। যাই হয়ে যাক না কেন-এই তিন মূর্তিমানের দোস্তি থাকবে অটুট। দুই মূর্তিমানের বিয়ে হয়েছে। অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে বিয়ে করে একসন্তানের পিতা হয়েছেন রাজ। আর এক সন্তানের জন্ম হবে কিছুদিনের মধ্যেই। প্রেমিকা পিয়া চক্রবর্তীকে পরমব্রত বিয়ে করেছে গতকালই (২৭ নভেম্বর)। এবার পড়ে রয়েছেন রুদ্রনীল একা। কবে বিয়ে করছেন তিনি? এক্সক্লুসিভভাবে জানালেন 

কেবল পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ঘরোয়াভাবে বিয়ে করেছেন পরমব্রত। ডাকেন ইন্ডাস্ট্রির কোনও বন্ধুকেও। তা দেখে রুদ্রনীল বলেছেন, “পরমটা দুম করে বিয়ে করে নিল। আমি চমৎকৃত হয়েছি। রাজ, কাঞ্চন, আমাকে কাউকেই কিছু জানায়নি। বিয়ের পরে বলেছে একদিন খাওয়াদাওয়া হবে। আমারও এখন সক্কলকে দেখে মনে হচ্ছে ফট করে কিছু একটা করে নিতে হবে…”

‘ফট’ করে অর্থাৎ বিয়ে। ২০২৪ সালের লোকসভা নিবার্চন নিয়ে ব্যস্ত আছেন রুদ্রনীল। তাঁর বিয়ে নাকি নির্বাচনের পরে। রুদ্রনীল বলেছেন, “আমার জীবনে এখন রাজনৈতিক ব্যস্ততা আছে। কিন্তু পরমদের জীবনে নেই।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours