প্রসঙ্গত, এর আগে এক রায়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা জানিয়ে দিয়েছিলেন, শুভেন্দুর বিরুদ্ধে কোনও এফআইআর করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে। এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য।


দৈনন্দিন বিভিন্ন কাজে লাগাতার বাধা দিচ্ছে পুলিশ। এই অভিযোগ তুলে এবার কলকাতার হাইকোর্টের দ্বারস্থ হলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সংবাদমাধ্যমের সামনেই রাজ্য পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। সাফ বললেন, “পশ্চিমবঙ্গ পুলিশের নাম বদল হয়ে মমতা পুলিশ হয়েছে। স্বাভাবিক কাজে আড়াই বছর ধরে বাধা দিয়েছে এই সরকার। আমার সংসদীয় কাজকর্ম ব্যাহত হয়েছে। আমাকে অনেক কর্মসূচি করতে দেওয়া হয় খানেই না থেমে শুভেন্দু আরও বলেন, “বিভিন্ন ধর্মীয়, সামাজিক এবং রাজনৈতিক অনুষ্ঠানে যাতে যেতে না পারি সেই চেষ্টা করা হচ্ছে প্রায়শই। কলকাতার মোড়ে মোড়ে সিগন্যালে এক ঘণ্টা আটকে রাখা হচ্ছে। ১৮ হাজার টাকা ট্র্যাফিক ফাইন দিয়েছি।” এই সমস্ত বিষয়ই রাজ্যের শীর্ষ আদালতের কাছে তুলে ধরেছেন বলে জানিয়েছেন শুভেন্দু।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours