এক গোল কখনোই সুরক্ষিত নয়। বহু ব্যবহারে ক্লিশে এই বাক্য আবারও সত্যি হল। প্রথমার্ধের শেষ মুহূর্তে সমতা ফেরায় বসুন্ধরা কিংস। ঘরের মাঠে সমর্থকদের উচ্ছ্বাস ছিল দেখার মতোই। স্বাভাবিক ভাবেই অ্যাওয়ে ম্যাচে চাপে পড়ে মোহনবাগান। বসুন্ধরা কিংসের হয়ে গোল করেন মিহিল ফেরেরা। আইভরি কোস্টের ফুটবলার দিদিয়েরের দারুণ পাস। বক্সের বাইরে বল রিসিভ করে টার্ন এবং শটে গোল।


কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগ এবং এএফসি কাপে দুর্দান্ত ছন্দে মোহনবাগান। আইএসএলে গত বারের চ্যাম্পিয়ন। এ মরসুমে প্রথম চার ম্যাচেই জিতেছে মোহনবাগান। এএফসি কাপের গ্রুপ পর্বে প্রথম দু-ম্যাচে জিতেছিল। জয়ের হ্যাটট্রিক হয়নি। ভুবনেশ্বরে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ২-২ ড্র। বসুন্ধরা কিংসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে এগিয়ে থেকেও হার মোহনবাগানের। স্বাভাবিক ভাবেই প্রবল চাপে পড়ল সবুজ মেরুন। বিস্তারিত জেনে নিন 


ম্যাচে ১৭ মিনিটেই লিস্টন কোলাসোর গোলে এগিয়ে যায় মোহনবাগান। জেসন কামিংসের শট আটকে দেন বসুন্ধরা কিংসের গোলরক্ষক। ফিরতি বলের অপেক্ষায় ছিলেন লিস্টন। বক্সের সামান্য বাইরে থেকে জোরালো শটে গোল। ভুবনেশ্বরে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে হোম ম্যাচে ২-২ ড্র করেছিল সবুজ মেরুন। অ্যাওয়ে ম্যাচে সে কারণেই বাড়তি চাপ ছিল মোহনবাগানের ওপর। পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য জিতে এগিয়ে থাকাই লক্ষ্য ছিল। কিন্তু পরিস্থিতি প্রতিকূল হল মোহনবাগানের।

এক গোল কখনোই সুরক্ষিত নয়। বহু ব্যবহারে ক্লিশে এই বাক্য আবারও সত্যি হল। প্রথমার্ধের শেষ মুহূর্তে সমতা ফেরায় বসুন্ধরা কিংস। ঘরের মাঠে সমর্থকদের উচ্ছ্বাস ছিল দেখার মতোই। স্বাভাবিক ভাবেই অ্যাওয়ে ম্যাচে চাপে পড়ে মোহনবাগান। বসুন্ধরা কিংসের হয়ে গোল করেন মিহিল ফেরেরা। আইভরি কোস্টের ফুটবলার দিদিয়েরের দারুণ পাস। বক্সের বাইরে বল রিসিভ করে টার্ন এবং শটে গোল
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours