রাজনৈতিতে মতাদর্শে অনেক প্রভেদ রয়েছে। বিভিন্ন ইস্যুতে কংগ্রেস ও বিজেপি পরস্পরকে আক্রমণ করে। বলা ভাল, দুই দল দুই মেরুতে।
কিন্তু, যখন দেশের প্রসঙ্গ ওঠে, তখন সকলের কেবল একটাই পরিচয়, ভারতবাসী। রবিবার, ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের দিন এমনই ছবি ধরা পড়ল।
বিজেপির টুইট শেয়ার করে সহমত জানাল কংগ্রেস, কী মেলাল দুই দলকে?
প্রতীকী ছবি।
নয়া দিল্লি: রাজনৈতিতে মতাদর্শে অনেক প্রভেদ রয়েছে। বিভিন্ন ইস্যুতে কংগ্রেস (Congess) ও BJP পরস্পরকে আক্রমণ করে। বলা ভাল, দুই দল দুই মেরুতে। কিন্তু, যখন দেশের প্রসঙ্গ ওঠে, তখন সকলের কেবল একটাই পরিচয়, ভারতবাসী। রবিবার, ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের (World Cup Final) দিন এমনই ছবি ধরা পড়ল। বিজেপির সঙ্গে সহমত হয়ে তাদের টুইট শেয়ার করল কংগ্রেস।
Post A Comment:
0 comments so far,add yours