দুপুর ২ টো থেকে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্ব ক্রিকেটে শ্রেষ্ঠত্ব প্রমাণে প্যাট কামিন্স, স্টিভ স্মিথ, ট্রাভিস হেডদের মুখোমুখি হবেন রোহিত শর্মা, বিরাট কোহলি, মহম্মদ শামি, যশপ্রীত বুমরারা।
এদিকে ভিআইপি বন্দিরা রয়েছেন সেলে। সেলের ক্ষেত্রে রয়েছে কিছু বিশেষ নিয়ম।
World Cup Final: বিশ্বকাপ ফাইনাল কি দেখবেন এক সেলে থাকা পার্থ-মানিক-জ্যোতিরা?
প্রতীকী ছবি
কলকাতা: প্রেসিডেন্সি জেলের পয়লা বাইশ সেল ব্লকে বন্দি রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক,পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহা-সহ সাম্প্রতিককালে চর্চিত নানা দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়া মন্ত্রী বিধায়কেরা। আবার অদূরের তেইশ-চুয়াল্লিশ সেল ব্লকে রয়েছেন কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়-সহ অনেকেই। দুটি সেল ব্লকেই রয়েছে দুটি টিভি। জেল কোড অনুসারে আলাদা করে কোনও সেলে টিভি নেই। এদিকে বিশ্বকাপ জ্বরে ফুটছে গোটা দেশ, রাজ্য। ফাইনাল নিয়ে কাজের ফাঁকেই জোর চর্চা প্রহরীদের মধ্য়ে। কিন্তু, জেলের টিভিতেই খেলা দেখবেন প্রেসিডেন্সি জেলে থাকা ‘ভিআইপি’ বন্দিরা?
সূত্রের খবর, খেলা দেখা নিয়ে এখনও পর্যন্ত নজরকাড়া উৎসাহ ‘ভিআইপি’ বন্দিদের মধ্যে দেখা যায়নি। ব্যতিক্রম কুন্তল। খেলা নিয়ে খুবই উৎসাহ রয়েছে তাঁর। এমনকি, কিভাবে খেলা দেখতে পারবেন, কতক্ষণ পারবেন? এসব নিয়ে কারারক্ষী, আধিকারিকদের থেকে বারবার জানতে চেয়েছেন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন তৃণমূল যুব নেতা। তবে বাকি কাউকে এ ব্যাপারে এত বেশি উৎসাহ দেখা যায়নি বলেই জানাচ্ছেন কারা দফতরের আধিকারিকদের কেউ কেউ।
দুপুর ২ টো থেকে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্ব ক্রিকেটে শ্রেষ্ঠত্ব প্রমাণে প্যাট কামিন্স, স্টিভ স্মিথ, ট্রাভিস হেডদের মুখোমুখি হবেন রোহিত শর্মা, বিরাট কোহলি, মহম্মদ শামি, যশপ্রীত বুমরারা। এদিকে ভিআইপি বন্দিরা রয়েছেন সেলে। সেলের ক্ষেত্রে রয়েছে কিছু বিশেষ নিয়ম। তাঁদের সেল থেকে বের হওয়ার অনুমতি বিশেষ মেলে না বলে খবর। শুধুমাত্র সামনে সামান্য একটু জায়গায় হাঁটাচলা করতে পারে। তবে ওয়ার্ডের ক্ষেত্রে অনুমতি খানিকটা শিথিল থাকে বলে খবর। সাধারণত রোজই ৩টে নাগাদ খুলে দেওয়া হয় সেল। তবে সেই চত্ত্বর এ থাকতে হয়, অন্য কোথাও যেতে পারেন না। সে কারণে কোনও ওয়ার্ডে গিয়ে খেলা দেখার সুযোগ নেই সেল বন্দিদের।
Post A Comment:
0 comments so far,add yours