বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "কারও কারও ৬০-৭০-৮০টা ট্রলার আছে। নানা লোকে নানা রকম বলে। কত বেনামি বাড়ি আছে। কত পেট্রোল পাম্প আছে। কত কোটি কোটি টাকা আছে। তাঁরা বড় বড় কথা বলে কী করে। আমরাও কাগজপত্র বের করছি। এতদিন করিনি।"

আয়কর রিটার্নের নথি প্রকাশ্যে আনলেন শুভেন্দু, নাম করে চ্যালেঞ্জ মমতাকে
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

কলকাতা: হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি ও দিঘা ডেভেলপমেন্ট অথরিটির ভূমিকা নিয়ে বুধবার নবান্ন থেকে সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক সময় এই দুই উন্নয়ন পর্ষদ কী করেছে, সেই ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এরপরই বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লেখেন, কারও নাম না করলেও বুধবার মমতা তাঁকেই নিশানা করেছেন। আজ তারই জবাব দিচ্ছেন এক্স মাধ্যমে। আয়কর রিটার্নের কপি তুলে ধরে এদিন মমতাকে পাল্টা জবাব শুভেন্দুর।


বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লেখেন, ‘ভিত্তিহীন অভিযোগ করে আমাকেই টার্গেট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষিত সম্পত্তির থেকে এক পয়সা বেশি সম্পত্তি আছে প্রমাণ করুন।’ সিআইডি, ইডিকে দিয়ে তদন্ত করান, চ্য়ালেঞ্জ শুভেন্দু অধিকারীর।


বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “কারও কারও ৬০-৭০-৮০টা ট্রলার আছে। নানা লোকে নানা রকম বলে। কত বেনামি বাড়ি আছে। কত পেট্রোল পাম্প আছে। কত কোটি কোটি টাকা আছে। তাঁরা বড় বড় কথা বলে কী করে। আমরাও কাগজপত্র বের করছি। এতদিন করিনি। আমরা কি দেখতে গিয়েছি হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির যাঁরা দায়িত্বে ছিলেন আগে, মন্ত্রী থাকাকালীন, কোন জমি কত টাকায় বিক্রি করেছে। দিঘা ডেভেলপমেন্ট অথরিটি বানিয়ে দিলাম ভাল কাজ করার জন্য। কত জমি দিয়েছেন? ৬০০ হোটেল তৈরি হয়েছে। আমরা একবারও জানতে গিয়েছি? জানিনি। কেঁচো খুঁড়লে কিন্তু সাপ বেরোবে।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours