স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বদলি রুখতে বিক্ষোভ পড়ুয়াদের। প্রধান শিক্ষিকার বদলি রুখতে পড়ুয়াদের সঙ্গে বিক্ষোভ দেখান অভিভাবকরাও। 


বিক্ষোভের জেরে দীর্ঘ সময় ধরে ব্যাহত হয় পাঠন পাঠন। ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে স্কুল চত্বর। ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার নামখানা।মঙ্গলবার নামখানা ব্লকের অন্তর্গত দক্ষিণ চন্দ্রনগর মোক্ষদাময়ী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ ১০ বছর ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার দায়িত্বভার সামলে আসছেন মিনতি মণ্ডল। কিন্তু ইতিমধ্যেই জেলা শিক্ষা সংসদের তরফে একাধিক স্কুলে স্থায়ী প্রধান শিক্ষকের তালিকা প্রকাশ করা হয়েছে। শিক্ষা সংসদের সেই তালিকা অনুযায়ী দক্ষিণ চন্দ্রনগর মোক্ষদাময়ী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মিনতি মণ্ডলকে অন্যত্র প্রধান শিক্ষিকা হিসেবে বদলি করা হয়েছে। আর তাই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মিনতি মণ্ডলের বদলি রুখতে ক্লাসরুমে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাতে থাকে স্কুল পড়ুয়া থেকে শুরু করে অভিভাবক অভিভাবীকারা। বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ বন্ধ হয়ে যায় স্কুলের পঠন পাঠন। ঘটনাস্থলে পৌঁছায় নামখানা থানার পুলিশ প্রশাসন।পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours