এ দিকে, কলকাতায় কুড়ি ডিগ্রির উপরে চড়ল পারদ। আপাতত আংশিক মেঘলা আকাশ। রাতের তাপমাত্রা বাড়বে। কমবে দিনের তাপমাত্রা। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২০.৯ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৩ থেকে ৯৩ শতাংশ।
Weather Update: সপ্তাহান্তে আবহাওয়ার বড় পরিবর্তন, চোখ রাঙাবে ঘূর্ণিঝড় মিগজাউম?
আবার ঘূর্ণিঝড়
কলকাতা: ডিসেম্বর পড়েছে। তবে ঠান্ডা কোথায়? এর মধ্যে আবার নিম্নচাপের পূর্বাভাস। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, কলকাতার তাপমাত্রা থাকবে কুড়ি ডিগ্রির উপরে। পশ্চিমের জেলাতেও তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকবে। আগামী পাঁচ সাতদিনে আপাতত শীতের আমেজ বাড়বে না।
আবার ঘূর্ণিঝড়?
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত হবে সুস্পষ্ট নিম্নচাপ। শনিবার সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। যার নাম মিগজাউম। নামটি দিয়েছে মায়ানমারের দেওয়া। এর অভিমুখ থাকতে পারে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে। ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর সেটি উত্তর-পশ্চিম দিকে এগোবে। এরপর গতিপথ পরিবর্তন করলেও করতে পারে।
জানা গিয়েছে, ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে বাংলাদেশে মূলত আছড়ে পড়তে পারে। তবে ওড়িশা ও অন্ধ্র উপকূলের দিকেও ল্যান্ডফলের সম্ভাবনা।
সপ্তাহন্তে আবহাওয়ার বদল ঘটতে পারে উপকূল সংলগ্ন জেলাগুলিতে। মেঘলা আকাশে ঢেকে থাকতে পারে এলাকা। শীতের পথে আপাতত কাঁটা হয়ে দাঁড়াচ্ছে ঘূর্ণিঝড়। শুধুমাত্র সকাল এবং সন্ধ্যেতে শীতের আমেজ বজায় থাকবে।
এ দিকে, কলকাতায় কুড়ি ডিগ্রির উপরে চড়ল পারদ। আপাতত আংশিক মেঘলা আকাশ। রাতের তাপমাত্রা বাড়বে। কমবে দিনের তাপমাত্রা। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২০.৯ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৩ থেকে ৯৩ শতাংশ।
সপ্তাহের শেষের দিকে দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস জারি। পার্বত্য এলাকা ছাড়া আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ।উত্তরবঙ্গের বাকি জেলাতে একই রকম পরিবেশ শুকনো আবহাওয়া থাকবে আরও চার-পাঁচ দিন।
Post A Comment:
0 comments so far,add yours