এথিক্স কমিটির জিজ্ঞাসাবাদ থেকে ওয়াক আউট করলেন মহুয়া মৈত্র। শুধু তিনিই নন, ওয়াক আউট করলেন এথিক্স কমিটির সদস্য বিএসপি সাংসদ দানিশ আলিও। দুজনেই অভিযোগ করেছেন, মহুয়া মৈত্রকে ব্যক্তিগত প্রশ্ন করে আক্রমণ করা হচ্ছে।
Mahua Moitra: 'অশালীন প্রশ্ন করছে', এথিক্স কমিটি থেকে ওয়াক আউট ক্ষুব্ধ মহুয়ার
এথিক্স কমিটি থেকে বেরিয়ে যাচ্ছেন মহুয়া
নয়া দিল্লি: এথিক্স কমিটির জিজ্ঞাসাবাদ থেকে ওয়াক আউট করলেন মহুয়া মৈত্র। শুধু তিনিই নন, ওয়াক আউট করলেন এথিক্স কমিটির সদস্য বিএসপি সাংসদ দানিশ আলিও। দুজনেই অভিযোগ করেছেন, মহুয়া মৈত্রকে ব্যক্তিগত প্রশ্ন করে আক্রমণ করা হচ্ছে। এথিক্স কমিটির ঘর থেকে বেরিয়ে, সভা পরিচালনার ধরন নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ। মহুয়া বলেন, “অনৈতিক ব্যক্তিগত প্রশ্ন করা হচ্ছিল। তাই আমি বেরিয়ে এসেছি।” অন্যদিকে, কমিটির সদস্য দানিশ আলি বলেন, “তিনি রাতে কার সঙ্গে ফোনে কথা বলতেন, এই সব অশালীন প্রশ্ন করা হচ্ছিল। এগুলো কোনও প্রশ্ন হল। এরই প্রতিবাদে আমরা ওয়াক আউট করেছি।” অন্য একজন বিরোধী সাংসদ বলেছেন, “যা শুরু হয়েছিল, তার মধ্যে বসে থাকা যায় না।” মহুয়া মৈত্রর বিরুদ্ধে যে ঘুষ নিয়ে প্রশ্ন করার অভিযোগ উঠেছে, সেই অভিযোগের প্রেক্ষিতে এদিন সংসদীয় এথিক্স কমিটির সামনে তাঁর বয়ান নথিভুক্ত করার জন্য ডাকা হয়েছিল মহুয়া মৈত্রকে।
Post A Comment:
0 comments so far,add yours