সোমবার বিকেলে গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত ও ধবলাট গ্রাম পঞ্চায়েতের সংযোগস্থল ধবলাট রামকৃষ্ণ সেতুর শুভ উদ্বোধন করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা,
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরনায় দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের ধবলাটে গঙ্গাসাগর বকখালি ডেভলপমেন্ট অথরিটির উদ্যোগে গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত ও ধবলাট গ্রাম পঞ্চায়েতের সংযোগস্থল ধবলাট রামকৃষ্ণ সেতুর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে ৬ই নভেম্বর সোমবার বিকেলে ওই সেতুর ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন উন্নয়ন বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা,সোমবার বিকেলে ধবলাটের ওই রামকৃষ্ণ সেতুর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সঙ্গে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাস সুমিত গুপ্তা,
GBDA চেয়ারম্যান সীমন্তকুমার মালি,সাগরের
BDO কানাইয়া কুমার রয়,
SDO কাকদ্বীপ, SDO Baruipur, SDO ক্যানিং,সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি, সাগর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি স্বপন কুমার প্রধান,সহ অন্যান্যরা
ধবলাটের ওই রামকৃষ্ণ সেতুর তৈরি করতে ব্যয় হয়েছে ১কোটি ১ লক্ষ টাকা,এবং এই সেতুটি তৈরি করতে একবছর দুই মাস সময় লেগেছে,
ষ্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Post A Comment:
0 comments so far,add yours