মশিয়ার মণ্ডল নামে এক ব্যক্তি বলেন, "আমার রেশনের চাল কম দিয়েছে। এরপরই স্লিপ নিয়ে আবার আসি। তখন যিনি সামগ্রী দেন, একটা সাদা কাগজে লিখে দিলেন পরে জিনিস দেবেন। আমার ৪টে কার্ড ১৯ কিলো পাওয়ার কথা। কিন্তু অনেক দিন ধরেই ১৫ কিলো জিনিস দেয়।"

 'গরিবের রেশন, কেন ওজনে কম দেবে?', ডিলারের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর
ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা।

উত্তর ২৪ পরগনা: পরিমাণে কম রেশন সামগ্রী দেওয়ার অভিযোগ। প্রতিবাদে বিক্ষোভ দেখালেন রেশন কর্মীরা। বাগদার কনিয়াড়া-২ নম্বর গ্রামপঞ্চায়েতের হরিনাথপুরে ঘটনাটি ঘটেছে। এখানকার রেশন ডিলার নিবেদিতা সাধু। তবে তাঁর ছেলে শান্তনু সাধু সবটা দেখভাল করেন। অভিযোগ, বহুদিন ধরে এই রেশন ডিলার কম রেশন সামগ্রী দিচ্ছেন। তারই প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ দেখান স্থানীয়রা।


মশিয়ার মণ্ডল নামে এক ব্যক্তি বলেন, “আমার রেশনের চাল কম দিয়েছে। এরপরই স্লিপ নিয়ে আবার আসি। তখন যিনি সামগ্রী দেন, একটা সাদা কাগজে লিখে দিলেন পরে জিনিস দেবেন। আমার ৪টে কার্ড ১৯ কিলো পাওয়ার কথা। কিন্তু অনেক দিন ধরেই ১৫ কিলো জিনিস দেয়।”

মশিয়ার মণ্ডলের প্রতিবেশি তিমির রায়ের কথায়, ১৯ কেজি ৭০০ চাল পাওয়ার কথা। অথচ নিয়মিত মাপ কম দিচ্ছে। তিমির রায় বলেন, “আমি এসে জিজ্ঞাসা করায় বলছে কার্ড ব্লক করা আছে, কার্ড নিয়ে আসতে হবে। এদিকে বাড়ি থেকে কার্ড আনানোর পর দেখছি কার্ড ব্লক নেই। তারপর বলছে ভুল হয়েছে। টানা চলছে এসব। এটাও তো দুর্নীতি।”


রেশন দোকানের কর্মী শঙ্কর কর্মকারকে এ নিয়ে জিজ্ঞাসা করায় তাঁর দাবি, ডিলার তাঁকে যেভাবে দিতে বলেছেন, তিনি সেভাবেই দিয়েছেন। ডিলারই কম দিতে বলেছিল। রেশন ডিলার শান্তনু সাধু বলেন, “ডিস্ট্রিবিউটর দিলেই দেবো। এসেই সঙ্গে সঙ্গে সেটা বলেছি। পুজোর জন্য গাড়ি কম, তাই কম জিনিসও এসেছে।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours