ড্যান্স বাংলা ড্যান্সের ফাইনাল রাউন্ডে পৌঁছনোর পর বৃহস্পতিবার গঙ্গাসাগরের তার নিজের বাড়িতে ফিরলো স্নেহাশ্রিতা গিরি

জি বাংলার ড্যান্স বাংলা ড্যান্সের মঞ্চের পারফরমেন্স করার জন্য অংশগ্রহণ করেছিল দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর ব্লকের অধীন উত্তর হারাধনপুর এলাকার বছর আটের ছোট্ট মেয়ে স্নেহাশ্রিতা গিরি,এরপর জি বাংলার ডান্স বাংলা ডান্সের মঞ্চ কাঁপিয়ে একের পর এক চোখ ধাঁধানো পারফরম্যান্স দেখিয়ে জি বাংলার ড্যান্স বাংলা ড্যান্সের ফাইনাল রাউন্ডে পৌঁছালো সাগরের ছোট্ট মেয়ে স্নেহাশ্রিতা গিরি,জি বাংলার ড্যান্স বাংলা ড্যান্সের মঞ্চে ফাইনাল রাউন্ডে স্নেহাশ্রিতা পৌঁছনোয় ওই আনন্দ উচ্ছাসে মেতেছে সাগর দ্বীপবাসী,এরপর বৃহস্পতিবার গঙ্গাসাগরের তার নিজের বাড়িতে ফিরলো সাগরের মেয়ে স্নেহাশ্রিতা গিরি বৃহস্পতিবার সাগরের মেয়ে স্নেহাশ্রিতা গিরিকে সাগরের কচুবেড়িয়া ভেসেল ঘাটে সাগরদ্বীপের বিভিন্ন এলাকার মানুষ সম্বর্ধনা জ্ঞাপন করে সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডট কমের ক্যামেরার মাধ্যমে

স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours