শনিবার সকাল থেকে গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে তর্পণ ও পুণ্য স্নান সেরে গঙ্গাসাগরে বাবা কপিলমুনি মন্দিরে পূজো দেওয়ার জন্য ভীড় জমিয়েছে প্রচুর পুণ্যার্থী
 
পিতৃপক্ষের অবসান মাতৃ পক্ষের সূচনা তাই ১৪ই অক্টোবর শনিবার ভোর থেকে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে তর্পণ ও পুণ্য স্নান সেরে গঙ্গাসাগরে বাবা কপিলমুনি মন্দিরে পূজো দেওয়ার জন্য ভীড় জমিয়েছে প্রচুর পুণ্যার্থী, জেলার মধ্যে সবচেয়ে বেশী ভিড় গঙ্গাসাগরে,শুক্রবার রাত থেকে হাজার হাজার পুণ্যার্থী গঙ্গাসাগরমুখী হয়েছে,প্রশাসনের পক্ষ থেকে কাকদ্বীপের লট নং আট ও নামখানা থেকে অতিরিক্ত ভেসেল ও লঞ্চ চালানো হচ্ছে। শনিবার দিনভর মিলবে এই পরিষেবা। গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির চত্বরে বিশেষ পুলিশি বন্দোবস্ত করা হয়েছে,শনিবার গঙ্গাসাগর কোস্টাল থানার ওসি বাপি রায়কে সঙ্গে নিয়ে গঙ্গাসাগরের সি বিচ থেকে শুরু করে কপিলমুনি মন্দির চত্বরে প্রশাসনিক নিরাপত্তার বিষয় খতিয়ে দেখলেন সাগরের SDPO দীপাঞ্জন চ্যাটার্জী,এছাড়াও গঙ্গাসাগরের সি বিচ থেকে শুরু করে কপিলমুনি মন্দির চত্বরে মোতায়েন আছে সিভিল ডিফেন্সের কর্মীরা

সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডট কমের ক্যামেরার মাধ্যমে

ষ্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours