প্রাথমিকে শিক্ষক নিয়োগের দাবিতে মঙ্গলবার ডায়মন্ড হারবারের ১১৭ নম্বর জাতীয় সড়কে প্রতিবাদ মিছিল করলো চাকরি প্রার্থীরা
২০০৯ সালের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ১৫০৬ জনের তালিকা প্রকাশ করেছিল শিক্ষা দফতর, কিন্তুু হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশিকার পরও দক্ষিণ ২৪ পরগনা জেলার তিনশোর বেশি পাশ করা প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়নি বলে অভিযোগ। এরই প্রতিবাদে আজ ডায়মন্ড হারবারে ১১৭ নম্বর জাতীয় সড়কে মিছিল করেন চাকরি প্রার্থীরা। এরপর দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অফিসের সামনেও বিক্ষোভ দেখান। চাকরিপ্রার্থীদের একটি প্রতিনিধি দল সংসদের চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন। কিন্তুু চেয়ারম্যানের আশ্বাসে সন্তুুষ্ট হননি তাঁরা। তাই আগামী দিন বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন,এদিন এই চাকরি প্রার্থীদের একাংশ দিল্লিতে গিয়েও বিক্ষোভ দেখান
ষ্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Post A Comment:
0 comments so far,add yours