মৎস্যজীবী জালে উঠল প্রায় ২০ কেজি ওজনের তেলে ভোলা মাছ হঠাৎই লাখপতি মৎস্যজীবী* 

আবারও সুন্দরবনের মৎস্যজীবীর জালে উঠল প্রায় ২০ কেজি ওজনের তেলে ভোলা মাছ। শুক্রবার নামখানার হরিপুর খেয়াঘাট থেকে মৎস্য শিকারের উদ্দেশ্যে রওনা দেয় একটি ছোট মৎস্যজীবি ট্রলার। বকখালির অদূরে কালিস্থানের কাছে জালে ওঠে প্রায় ২০ কেজি ওজনের এই তেলিয়াভেলাটি। চন্দনপিড়ির মৎস্যজীবী গোবর্ধন সামন্ত জানান, আমাদের মাছ ধরে সংসার চলে। শুক্রবার দিন সকালে হরিপুর খেয়াঘাট থেকে ছোট নৌকা নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেই। কালিস্তানের কাছাকাছি আমরা জাল পাতলে সন্ধ্যা নাগাদ জাল তুলতেই দেখি যে এই বিশাল ধরনের তেলে ভোলা মাছটি। মাছটির ওজন প্রায় ২০ কেজি। এর আগে আমরা কখনক এরকম ধরনের মাছ পাইনি। এই বিশালাকৃতির তেলে ভোলা মাছ দেখতে ভিড় জমিয়েছেন এলাকার মানুষজন। গতকাল রাতে মাছটি ডায়মন্ড হারবার মাছ বাজারে নিয়ে গেল মাছ টির ওজন হয় ১৭ কেজি প্রতি কেজি মাছ ৯২০০ টাকা কেজি দরে ১৫০০০০ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে। স্বাভাবিকভাবে পুজোর আগে হঠাৎ করে লক্ষ্মী লাভ করে খুশি মৎস্যজীবী পরিবার।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours