পোস্টমর্টেম: মিরর ইমেজ নেই, হার্ড ডিস্ক নেই, SSC-র হাতে শুধু ‘পেনসিল’?
যোগ্য চাকরিহারাদের জন্য মিছিলে হাঁটলেন প্রথম ‘অযোগ্য চাকরিহারা’ বিধায়ক কন্যা অঙ্কিতা অধিকারী
ট্যাঙ্কের জলে বিষ মিশিয়ে দিয়েছে গো…কিচ্ছু খেতে পাইনি’, মুর্শিদাবাদ থেকে মালদহে পালিয়ে আসছেন শ’য়ে-শ’য়ে মানুষ
যাচ্ছে কলকাতা থেকেও, জঙ্গলমহল-ঝাড়খণ্ড থেকে আসছে ৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বিএসএফের একাংশের মদতেই হামলাকারীদের ঢুকিয়ে বাংলায় অশান্তি পাকানো হচ্ছে’, বিস্ফোরক কুণাল
এদিন আদালতে বিচারকের উদ্দেশে বালু বলেন, “আমাকে তিনবার খেতে হয়। আমার একটু ভালো চিকিৎসার ব্যবস্থা করা হোক।” এরপরই বিচারক বলেন, “কমান্ড হাসপাতাল খুব ভাল। ২৪ ঘণ্টার মধ্যে কমান্ড হাসপাতালে মেডিক্যাল বোর্ড করতে হবে। ওনার পরীক্ষা করতে হবে।”
এজলাসে অসুস্থ বালু হুড়মুড়িয়ে পড়লেন চেয়ার থেকে, ছুটে এলেন মেয়ে
জ্যোতিপ্রিয় মল্লিক ইডি হেফাজতে।
কলকাতা: আদালতে শুনানি চলাকালীন অসুস্থ হয়ে পড়ে গেলেন জ্যোতিপ্রিয় মল্লিক। শুক্রবার সকালেই রেশন বণ্টন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন এই প্রাক্তন খাদ্যমন্ত্রী। এরপর দুপুরে তাঁকে আদালতে তোলা হয়। ৬ নভেম্বর পর্যন্ত তাঁর ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত। এদিকে শুনানিপর্ব চলাকালীনই এজলাসের মধ্যে অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন খাদ্যমন্ত্রী। রীতিমতো চেয়ার থেকে মাটিতে পড়ে যান তিনি। আদালতে উপস্থিত ছিলেন তাঁর কন্যা। বাবাকে পড়ে যেতে দেখে ছুটে আসেন তিনি।
এদিন আদালতে বিচারকের উদ্দেশে বালু বলেন, “আমাকে তিনবার খেতে হয়। আমার একটু ভালো চিকিৎসার ব্যবস্থা করা হোক।” এরপরই বিচারক বলেন, “কমান্ড হাসপাতাল খুব ভাল। ২৪ ঘণ্টার মধ্যে কমান্ড হাসপাতালে মেডিক্যাল বোর্ড করতে হবে। ওনার পরীক্ষা করতে হবে।”
Post A Comment:
0 comments so far,add yours