স্বচ্ছতাই সেবা কর্মসূচির অংশ হিসেবে বুধবার গঙ্গাসাগরের বাবা কপিলমুনি মন্দির চত্বরে স্বচ্ছতা অভিযান পালন করা হলো
৪ঠা অক্টোবর বুধবার দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের বাবা কপিলমুনি মন্দির চত্বরে স্বচ্ছতাই সেবা কর্মসূচির অংশ হিসেবে স্বচ্ছতা অভিযান পালন করা হলো গঙ্গাসাগর- বকখালি উন্নয়ন পর্ষদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়,গঙ্গাসাগরকে প্লাস্টিক মুক্ত করার আহ্বান জানানো হয়,উপস্থিত ছিলেন গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান শ্রীমন্ত কুমার মালি,GBDA-এর EO শম্ভুদীপ সরকার,গঙ্গাসাগর কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক বাপি রায় ও গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান সহ অন্যান্যরা সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডট কমের ক্যামেরার মাধ্যমে
স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Post A Comment:
0 comments so far,add yours